আচ্ছালামু আলাইকুম ও রহমাতুল্লাহ
সম্মানিত পাঠক, এখন থেকে শত শত বছর পূর্বে নারায়নগঞ্জের বন্দরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র কদম মোবারকের চিহ্ন সম্বলিত পাথর নিয়ে আসেন এক পরিবার।সেই থেকে বহু শাসক,সূফি -সাধক ও সাধারন মানুষের পদচারণায় মুখর থাকে সেই স্থান। নবীজির কদম মোবারক সেখানে স্থানান্তর, স্থাপন ও উক্ত স্থানের উন্নয়নসহ বহু বিষয় জানার আগ্রহ থাকে অনেকেরই। তাই দরগাহ কর্তৃপক্ষ এ সম্পর্কিত ইতিহাস নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেছেন। আপনাদেরও জানার সুবিধার্থে উক্ত পুস্তিকা ধারাবাহিকভাবে এই ব্লগে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
সম্পূর্ণ ইতিহাস জানার জন্য নিয়মিত এই ব্লগে ভিজিট করুন এবং সকলের সাথে শেয়ার করুন।
একটি মন্তব্য পোস্ট করুন