কবর থেকে উপরে হাত তুলে দেয়া

কারামাতে আউলিয়া
(১০)
-----------------
হযরত শরফুদ্দিন ইয়াহিয়া মনিয়ারী (র.) (৮৭০ হি.)
*******

ভারতবর্ষের প্রখ্যাত অলীয়ে কামেল হযরত শরফুদ্দিন ইয়াহিয়া মানয়ারী (র.) ইন্তেকালের পর কাফন দাফন সমাপ্ত হলে কিছুক্ষণ পর তার হাত কবর থেকে উপরে উঠে আসল। অর্থাৎ তিনি কবর থেকে উপরে হাত তুলে দেন। এই দৃশ্য দেখতে সেখানে বহু লােকের সমাগম হয়ে গেল। কিন্তু এর রহস্য কেউ বুঝতে সক্ষম হলােনা। হযরতের শিষ্য হযরত মখদুম আশরাফ জাহাঁগীর সিমনানী (র.) এ সংবাদ শুনে তিনি হযরতের কবরে গিয়ে তাঁর উত্তোলিত হাত দেখেন এবং রহস্য জানতে কবরের পাশেই বসে মােরাকাবায় লিপ্ত হন।
কিছুক্ষণ পর তিনি মাথা তুলে বললেন হযরত শেখ মানয়ারী (র.) অদৃশ্য থেকে একটি বরকত মন্ডিত টুপি উপহার পেয়েছিলেন। জীবদ্দশায় তিনি এই টুপি তার কাফনের সাথে বরকতের জন্য কবরে দেওয়ার অসিয়ত করেন। কিন্তু আপনারা তাঁর অসিয়ত ভুলে গিয়ে তা কবরে দেন নি, তাই তিনি টুপির জন্য হাত বের করে দেন। একথা শুনে উপস্থিত লােকেরা তার কথার সত্যতা স্বীকার করল এবং তাড়াতাড়ী ঐ টুপি এনে হযরত মানয়ারী (র.) এর হাতে দেন। তিনি ঐ টুপি কবর থেকে বের হওয়া হযরতের হাতে দেওয়া মাত্র তিনি হাত
পুনরায় কবরে নিয়ে যান।
(মুফতি জালাল উদ্দিন আহমদ অামা হাদী (র.) বুলাতে মহররম, উর্দু প, ৬৮,বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া,পৃ:-৬৪)।

Post a Comment

নবীনতর পূর্বতন