কারামাতে আউলিয়া
(১১)
----------
জড় পদার্থের আনুগত্য
হযরত ওমর (রা.) (২৩ হি.)
++++++
ইমাম রাযী (র.) বর্ণনা করেন, রােম সম্রাটের দূত হযরত ওমর (রা.) এর খেদমতে উপস্থিতির উদ্দেশ্যে মদীনা শরীফে আসল। সে মদীনা শহরে হযরত ওমর (রা.) এর
বাসভবন তালাশ করতেছে। সে মনে করেছে নিশ্চয় তাঁর বাসভবন কোন বড় শাহী মহল হবে। জিজ্ঞেস করলে লােকেরা বলল, তার কোন শাহী মহল নেই। তাকে হয়তাে মরুভূমির কোন স্থানে পেতে পার। ফলে দূত মরুভূমিতে বের হয়ে দেখল হযরত ওমর (রা.) মাথার নীচে দোররা রেখে মাটিতে ঘুমাচ্ছেন। এ অবস্থা দেখে দূত আশ্চর্য হয়ে গেল যে, যাকে সারা পৃথিবীর মানুষ ভয় করে তার এ অবস্থা! সে মনে মনে ভাবল এ সুযােগে তাকে হত্যা করি। এই উদ্দেশ্যে তলােয়ার বের করলে আল্লাহ তায়ালা মাটি থেকে দুটি বাঘ বের করে
দিলেন। বাঘ দুটি দূতকে আক্রমণ করতে চাইলে ভয়ে তার হাত থেকে তলােয়ার মাটিতে পড়ে যায়। ইত্যবসরে ফারুকে আযম (রা.) জাগ্রত হলেন তবে তিনি কিছুই দেখেন নি। তিনি দূতের কাছে ঘটনা জিজ্ঞেস করলে দূত সবকিছু বর্ণনা করে তার হাতে মুসলমান হয়ে যায়।
(আল্লামা ইউসুফ নাবহানী (র.),১৩৫ হি. জামে কারামাতে আউলিয়া, উর্দু, পৃ. ৪৫৩,বিষয় ভিত্তিক
কারামাতে আউলিয়া পৃ: ৭১)
(১১)
----------
জড় পদার্থের আনুগত্য
হযরত ওমর (রা.) (২৩ হি.)
++++++
ইমাম রাযী (র.) বর্ণনা করেন, রােম সম্রাটের দূত হযরত ওমর (রা.) এর খেদমতে উপস্থিতির উদ্দেশ্যে মদীনা শরীফে আসল। সে মদীনা শহরে হযরত ওমর (রা.) এর
বাসভবন তালাশ করতেছে। সে মনে করেছে নিশ্চয় তাঁর বাসভবন কোন বড় শাহী মহল হবে। জিজ্ঞেস করলে লােকেরা বলল, তার কোন শাহী মহল নেই। তাকে হয়তাে মরুভূমির কোন স্থানে পেতে পার। ফলে দূত মরুভূমিতে বের হয়ে দেখল হযরত ওমর (রা.) মাথার নীচে দোররা রেখে মাটিতে ঘুমাচ্ছেন। এ অবস্থা দেখে দূত আশ্চর্য হয়ে গেল যে, যাকে সারা পৃথিবীর মানুষ ভয় করে তার এ অবস্থা! সে মনে মনে ভাবল এ সুযােগে তাকে হত্যা করি। এই উদ্দেশ্যে তলােয়ার বের করলে আল্লাহ তায়ালা মাটি থেকে দুটি বাঘ বের করে
দিলেন। বাঘ দুটি দূতকে আক্রমণ করতে চাইলে ভয়ে তার হাত থেকে তলােয়ার মাটিতে পড়ে যায়। ইত্যবসরে ফারুকে আযম (রা.) জাগ্রত হলেন তবে তিনি কিছুই দেখেন নি। তিনি দূতের কাছে ঘটনা জিজ্ঞেস করলে দূত সবকিছু বর্ণনা করে তার হাতে মুসলমান হয়ে যায়।
(আল্লামা ইউসুফ নাবহানী (র.),১৩৫ হি. জামে কারামাতে আউলিয়া, উর্দু, পৃ. ৪৫৩,বিষয় ভিত্তিক
কারামাতে আউলিয়া পৃ: ৭১)
একটি মন্তব্য পোস্ট করুন