আগুনে দগ্ধ না হওয়া

কারামাতে আউলিয়া (৩)
-----------
ইয়েমেনে ভন্ড নবী দাবীদার আসওয়াদ আনসী হযরত আবু মুসলিম খাওলানী রদ্বিয়াল্লাহু আনহু কে ডেকে বলে - তুমি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল। তিনি বলেন - এটা হতে পারেনা। সে বলল - তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মাদ ﷺ আল্লাহর রাসূল? তিনি বললেন - হ্যাঁ। এরপর সে আগুন প্রজ্জ্বলিত করে তাঁকে আগুনে নিক্ষেপ করল। কিন্তু তিনি আগুনে সম্পূর্ণ অক্ষত রয়ে গেলেন। লোকেরা আসওয়াদ আনসীকে বলল - তাঁকে এখান থেকে বের করে দিন, নতুবা আমাদের সকলের বিশ্বাস আপনার থেকে উঠে যাবে। তাঁকে দেশ থেকে বের করে দেয়া হলে তিনি মদীনায় চলে যান। এই সময় রাসূল ﷺ ইন্তেকাল করেন। হযরত আবু বকর রদ্বিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি মসজিদে এসে নামাজ পড়তেছেন। হযরত ওমর রদ্বিয়াল্লাহু আনহু তাঁর পরিচয় জানতে চাইলে জানতে পারেন যে,ইনি ইয়েমেনের লোক। তাঁর কাছে আবু মুসলিম খাওলানী রদ্বিয়াল্লাহু আনহু সম্পর্কে জানতে চাইলে প্রমাণিত হল যে,ইনিই আবু মুসলিম খাওলানী রদ্বিয়াল্লাহু আনহু। তাঁকে হযরত ওমর রদ্বিয়াল্লাহু আনহু হাত ধরে কপালে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে হযরত আবু বকর রদ্বিয়াল্লাহু আনহুর নিকট নিয়ে যান এবং বলেন, আজ আমি এমন একজন উম্মতকে দেখলাম,যার সাথে হযরত ইব্রাহীম আলাইহিস সালামের ন্যায় ঘটনা সংঘটিত হয়েছে। (আল্লামা আবদুর রহমান জামী রহমাতুল্লাহি আলাইহি,শাওয়াহেদুন নবুয়্যত,উর্দু,পৃ:- ৩৯২,বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া,পৃ:- ৩৪)

Post a Comment

নবীনতর পূর্বতন