নবীর দো'আয় সূর্য দেরিতে অস্ত যায়

প্রিয় নবীর মু'জিযা
(১)
----------------
কাযী আয়ায রহমাতুল্লাহি আলাইহি ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি
থেকে বর্ণনা করেন,যখন নবী করীম ﷺ কে মি'রাজ করানো হয়েছিলো, তখন মি'রাজের প্রমাণ স্বরুপ তিঁনি তাঁর সম্প্রদায়ের লোকদেরকে ব্যবসায়িক কাফেলার সংবাদ দেন এবং তাদের উটের আলামতও বর্ণনা করেন। তখন তারা তাঁর কাছে জিজ্ঞেস করলো,কাফেলা কখন মদীনায় পৌঁছবে? উত্তরে তিঁনি বলেছিলেন,বুধবারে তারা মদীনায় পৌঁছবে।
বুধবার আসলে মহানবীর কথা সত্য কিনা জানার  আগ্রহে সবাই ঐ আগন্তুক কাফেলার অপেক্ষায় রয়েছে। এমনকি দিন শেষ হয়ে যাচ্ছে,সূর্য্য ডুবে যাচ্ছে তবুও কাফেলা আসতেছেনা। এ অবস্থায় রাসূল ﷺ আল্লাহর দরবারে দোয়া করলেন। তখন তাঁর (কথা সত্যে পরিণত করার) জন্য সূর্যকে থেমে দিয়ে দিনকে বৃদ্ধি করা হয়েছিলো। অর্থাৎ কাফেলা মদীনায় পৌঁছা পর্যন্ত স্থির ছিল। তারা এসে পৌঁছলে সূর্য্য অস্ত যায়।(সুবহানাল্লাহ)। ( ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি (১৩৫০ হি:),হুজ্জাতুল্লাহি আলাল আলামিন,
)উর্দু,গুজরাট,খন্ড - ১ম,পৃ:- ৬৪০, কাযী আয়ায রহমাতুল্লাহি আলাইহি (৪৭৬- ৫৪৪হি:),আরবী,মাকতাবাতুস সাফা,
কায়রো,মিশর,খন্ড - ১ম,পৃ:- ১৮৮ ও বিষয় ভিত্তিক মু'জিযাতুর রাসূল  ﷺ, পৃ:- ৩৫)।

Post a Comment

নবীনতর পূর্বতন