বিতর্ক করতে এসে রুমের দূতের ইসলাম গ্রহণ

কারামাতে আউলিয়া (২)
--------------
একদা বাগদাদে কায়সার রোমের একজন দূত এসে বাদশা হারুনুর রশিদকে বলল,আমি ধর্ম নিয়ে বিতর্ক করবো তবে শর্ত থাকবে যে বিজয়ী হবে তাকে অঢেল সম্পদ দিতে হবে। বাদশা হারুনুর রশিদ হযরত ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে পাঠালেন যেন রোমের দূতের সাথে বিতর্কে লিপ্ত হন।
তিনি সম্মতি প্রকাশ করে বললেন যে,
আগামীকাল দাজলা নদীর তীরে বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহির কথা মতে বাদশা দাজলা নদীর তীরে মঞ্চ তৈরী করে অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। পরের দিন দূত মঞ্চে এসে বারংবার বিতর্কের জন্য প্রতিপক্ষকে খুঁজতেছে আর বাদশা বলেন,
ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি এসে তর্কযুদ্ধে অংশগ্রহণ করবেন।ইত্যবসরে ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি এসে মুসলমানদেরকে সালাম দিয়ে পানিতে পা রেখে হেঁটে নদীর মধ্যখানে গিয়ে মুসল্লা বিছিয়ে দুই রাকাত নামাজ আদায় করে মুসল্লায় বসে বললেন,যে আমার সাথে বিতর্ক করবে সে যেন এখানে এসে বিতর্ক করে।
দূত এই কারামত দেখে মাথার পাগড়ী খুলে গলায় দিয়ে বলল, আপনি এখানে তাশরীফ আনেন যাতে আমরা আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। অত:পর উপস্থিত সবাই তাঁর নিকট ক্ষমা চেয়ে আত্মসমর্পন করে এবং দূত মুসলমান হয়ে যায়। এখবর শুনে রোম সম্রাট বলেন,যদি ইমাম সাহেব এখানে তাশরীফ আনতেন,তাহলে রোমের সব লোক মুসলমান হয়ে যেতো।(শেখ ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহি  আলাইহি (৬৩৭হি.), তাযকেরাতুল আউলিয়া,উর্দু;পৃ: ১২৮, বিষয় ভিত্তিক কারামাতে আউলয়া,
পৃ:- ২৪)

Post a Comment

নবীনতর পূর্বতন