মৃত ব্যক্তি জীবিত করা



কারামাতে আউলিয়া (১)
---------------------
একদা গাউছে পাক রদ্বিয়াল্লাহু আনহু পথ দিয়ে যাওয়ার পথে দেখেন এক মুসলিম ও এক খৃষ্টানের মধ্যে তাদের নবীকে নিয়ে তর্ক চলছে।
তিনি খৃষ্টান ব্যক্তিকে জিজ্ঞেস করেন তোমরা কি কারণে হযরত ঈসা আলাইহিস সালামকে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর প্রাধান্য দাও? উত্তরে সে বলল,যেহেতু তিনি মৃতকে জীবিত করতেন। গাউছে পাক বলেন,এতটুকুর জন্য তোমরা ঈসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বল? এ কাজ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এক নগণ্য গোলামও করতে পারে। এই বলে তিনি একটি পুরাতন কবরস্থানে গিয়ে একটি কবরে খোঁচা মারার সাথে সাথে কবর থেকে একজন কাওয়াল বেরিয়ে এসে তাঁর সামনে দন্ডায়মান। এই কারামত দেখে খৃষ্টান গাউছে পাকের কদমে পড়ে মুসলমান হয়ে যায়। (শাহ মুরাদ সুহরাওয়ার্দী,মাহফিলে আউলিয়া,উর্দু, পৃ.২৩৩,বিষয় ভিত্তিক কারামাতে আউলিয়া,পৃ :- ৫১)

Post a Comment

নবীনতর পূর্বতন