কুরবানীর দিনে হাসঁ-মুরগী জবেহ করা যাবে কিনা?

কুরবানীর দিনে হাসঁ-মুরগী জবেহ করা যাবে কিনা?


প্রশ্নঃ কুরবানীর দিনগুলির মধ্যে কুরবানীর নিয়ত ব্যতীত অন্য কোন পশু জবাই করা যাইবে কি না?

উত্তরঃ কুরবানী দাতার সাথে তুলনা করিয়া নয়, একান্ত প্রয়োজনে হাঁস, মুরগী, ছাগলই ত্যাদি জবাই করিতে পারে। তবে মাকরূহ হইবে। (আলমগীরী)

Post a Comment

নবীনতর পূর্বতন