আমাদের নবীর বিশেষ বিশেষ ফযীলত ও পূর্ণতাসমূহ

আমাদের নবীর বিশেষ বিশেষ ফযীলত ও পূর্ণতাসমূহ


আমাদের নবীর বিশেষ বিশেষ ফযীলত ও পূর্ণতাসমূহ

আল্লাহ তা'আলা সমস্ত জগত সৃষ্টির আগে আমাদের হুযূর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়া সাল্লামকে স্বীয় নূরের তাজাল্লী থেকে সৃষ্টি করেছেন। ফিরিশতাগণকে,আসমান-যমীন, আরশ-কুরসী ও সমস্ত জাহানকে হুযূর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়া সাল্লাম -এর নূরের ঝলক থেকে তৈরি করেছেন। আল্লাহ তা'আলার জন্য খাস ও তাঁরই অতুলনীয় শানের উপযোগী বিষয় ও গুণাবলী ব্যতীত যত কামালাত ও সৌন্দর্য আছে, সবকিছু আল্লাহ তা'আলা আমাদের হুযূর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়া সাল্লামকে দান করেছেন। এমনকি অন্যান্য সমস্ত নবীর যত বৈশিষ্ট্য ছিলো সেগুলোও আমাদের নবীকে দেওয়া হয়েছে। সমস্ত জগতে কেউ কোন বৈশিষ্ট্যে হুযূরের বরাবর হতে পারে না। হুযূর করীম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং আল্লাহ তা'আলার পরে তাঁর মর্যাদা। তিনি সমস্ত নবীর নবী এবং প্রত্যেকের জন্য তাঁর অনুসরণ অপরিহার্য।

আল্লাহ তা'আলা তাঁর সমস্ত ভাণ্ডারের চাবিসমূহ হুযূর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়া সাল্লামকে দান করেছেন। দ্বীন ও দুনিয়ার সমস্ত নি'মাত প্রদানকারী হলেন আল্লাহ, আর বন্টনকারী হলেন হুযূর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়া সাল্লাম। আল্লাহ তা'আলা তাঁকে সশরীর মি'রাজ প্রদান করেছেন। অর্থাৎ আরশের উপর আহবান করে বিশেষ ব্যবস্থাপনায় ঊর্ধ্বভ্রমণ করিয়েছেন এবং চাক্ষুষ দীদার দান করেছেন, স্বীয় কালাম শুনিয়েছেন এবং জান্নাত, দোযখ, আরশ-কুরসী ইত্যাদি সমস্ত কিছু পরিভ্রমণ করিয়েছেন। এসব কিছু রাতের সামান্য সময়ে ঘটেছিলো। 


ক্বিয়ামতের দিন তিনিই সর্বপ্রথম শাফা'আত করবেন। অর্থাৎ আল্লাহ তা'আলার সমীপে সুপারিশ করবেন। উম্মতের গুনাহ মাফ করাবেন, মর্যাদা বৃদ্ধি করাবেন। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, যার বর্ণনা এ সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়।

আক্বীদা : যে ব্যক্তি হুযূর সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়া সাল্লাম -এর কোন উক্তি, কাজ, আমল ও অবস্থাকে তুচ্ছ কিংবা ঘৃণার চোখে দেখে, সে কাফির। (ক্বাযী খান, শিফা ইত্যাদি৷ গাউসিয়া তারবিয়াতী নেসাব,৫৪-৫৫)


Post a Comment

নবীনতর পূর্বতন