প্রাতিষ্ঠানিক শিক্ষায় তৎকালিন "মুমতাজুল মুহাদ্দিসীন" লিখিত সনদ লাভ করেন, আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (র.)

প্রাতিষ্ঠানিক শিক্ষায় তৎকালিন "মুমতাজুল মুহাদ্দিসীন" লিখিত সনদ লাভ করেন, আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (র.)!


প্রাতিষ্ঠানিক শিক্ষায় তৎকালিন "মুমতাজুল মুহাদ্দিসীন" লিখিত সনদ লাভ করেন, আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (র.)!

#রাসুল ﷺ 'র ৩৮ তম বংশধর কুতুবুল আউলিয়া আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ.) সৈয়্যদ বংশীয় আভিজাত্য পারিবারিক শিক্ষার পাশাপাশি অল্প বয়সে পবিত্র কোরআন হেফজ শেষ করে তৎকালিন ভারতীয় উপমহাদেশের সুনামধন্য মুহাদ্দিস, মুফাস্সিরে কেরামগণ হতে কোরআন, হাদিছ, উসূলুল হাদিছ, ফিকহ, উসূলুল ফিকাহ, বালাগাত-মানতিক, ইলমুল ক্বেরাতসহ বিভিন্ন বিষয়ের উপর প্রগাঢ় বুৎপত্তি অর্জন করে প্রাতিষ্ঠানিক উচ্চতর ডিগ্রিও সমাপ্ত করেন। ১২৯৭ হিজরি সনে তিনি "মুমতাজুল মুহাদ্দিসীন" লিখিত সনদ লাভের মাধ্যমে দস্তারে ফজিলত গ্রহণ। ১৮৮০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই সনদ প্রদান করেন। নবী বংশীয় সুউচ্চ মর্যাদার অধিকারী এই মহান সুপুরুষ জাহেরী জ্ঞান অর্জন করার পরবর্তী ত্বরিকতের পথপ্রদর্শক সাহেবে ইলমে লাদুনী, জমানার গাউস হযরত খাজা আব্দুর রহমান চৌহরভী (র.)'র মাধ্যমে অর্জন করেন কুতুবুল আকতাবের মর্যাদা।


#সূত্রঃ ★শাহেনশাহ্ এ সিরিকোট (রহঃ) বিশ্বব্যাপি সুন্নিয়তের জাগরণে তাঁর অবদান, শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ, কৃত এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

★মাসিক তরজুমান-এ আহলে সুন্নাত, জিলক্বদ সংখা, ১৪৩৩হিজরি


#সংকলনে, Taher Hossain


বিঃদ্রঃ আগামী ১১ জিলক্বদ ১৪৪৩ হিজরি, ১২ জুন ২০২২ ইং রবিবার শাহিন শাহে সিরিকোটির ৬৩ তম সালানা ওরসে পাক অনুষ্ঠিত হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন