সৈয়দ আব্দুল রহিম শাহ বুখারি রহঃ এর মাজার শরীফ

সৈয়দ আব্দুল রহিম শাহ বুখারি রহঃ এর মাজার শরীফ


সৈয়দ আব্দুল রহিম শাহ বুখারি রহঃ এর মাজার শরীফ

এটি সৈয়দ আব্দুল রহিম শাহ বুখারি রহঃ এর মাজার শরীফ। এই মাজারটি নির্মাণ করেছিলেন 'ফতোয়া-ই-আলমগিরি' এর লেখক সম্রাট মুহিউদ্দিন আওরঙ্গজেব  রহঃ।


যারা কথায় কথায় মাজার পূজারি, পীর পূজারি ফতোয়া দেন আবার ফতোয়া-ই-আলমগিরি পড়ে থাকেন, এসবের দলীল নিয়ে আসেন তাদের উচিত নয় কি এটা বয়কট করার? একজন মাজার পূজারির লিখিত কিতাব কিভাবে তারা পড়বে?


সত্যি বলতে ইতিহাসে ব্রিটিশ আমল ছাড়া এসব ফতোয়াবাজের কোনো অস্তিত্বও ছিলোনা। ইসলামের ইতিহাস সুফিদের ইতিহাস, ইসলামের ইতিহাস সুন্নি বীরদের ইতিহাস।

Post a Comment

নবীনতর পূর্বতন