শয়তানের মেয়ে


শয়তানের মেয়ে

হযরত সায়্যিদুনা আলী খাওয়াস  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  বলেন: দুনিয়া হচ্ছে অভিশপ্ত শয়তানের মেয়ে এবং দুনিয়ার প্রতি ভালবাসা পােষনকারী প্রত্যেক ব্যক্তি তার মেয়ের স্বামী (অর্থাৎ জামাতা), ইবলিশ তার মেয়ের কারণে ঐ দুনিয়াদার ব্যক্তির নিকট আসা যাওয়া করতে থাকে, সুতরাং আমার ভাইয়েরা! যদি তুমি শয়তান থেকে নিরাপদে থাকতে চাও, তবে তার মেয়ের (অর্থাৎ দুনিয়ার) সাথে সম্পর্ক (Relationship) করােনা। (আল হাদীকাতুন নাদীয়া, ১/১৯)

_______________

কিতাব : দুনিয়া আমাদেরকে কি দিয়েছে

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)



Post a Comment

নবীনতর পূর্বতন