প্রশ্ন: অপূর্ণাঙ্গ গর্ভপাত হওয়ার ক্ষেত্রে তার আকিকা করতে হবে কিনা?
উত্তরঃ না। অপূর্ণাঙ্গ গর্ভপাত হওয়ার কারণে সাধারণত মাতা পিতা অনেক পেরেশান হয়ে থাকে, তাদের সান্তনার জন্য অনুরােধ হলাে, এ অবস্থায় ধৈৰ্য্যধারণ করে সাওয়াব অর্জনের সৌভাগ্য অর্জন করা উচিত,অপূর্ণাঙ্গ গর্ভপাত হওয়ার মধ্যে মাতা-পিতার অনেক উপকার রয়েছে। যেমনি ভাবে আল্লাহ্ তাআলার প্রিয় হাবীব, হাবীবে লবিব, হুযুর পুরনূর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “নিশ্চয় অপূর্ণাঙ্গ বাচ্চা (অর্থাৎ মায়ের পেট হতে অপূর্ণাঙ্গ ভাবে গর্ভপাত হওয়া বাচ্চা) তার
প্রতিপালকের সাথে ঐ সময় ঝগড়া করবে, যখন তার মাতা-পিতাকে (যারা ঈমানের উপর মৃত্যু বরণ করেছে, কিন্তু গুনাহের কারণে) আল্লাহ্ তাআলা দোযখে প্রবেশ করাবেন। হুকুম দেওয়া হবে: হে আপন প্রতিপালকের সাথে ঝগড়াকারী বাচ্চা!তােমার মাতা-পিতাকে জান্নাতে নিয়ে যাও, তখন সে নাভি (অর্থাৎ- ঐ নাড়ী যা মাতৃগর্ভে পেটের সাথে সম্পৃক্ত থাকে এবং যেটাকে ভূমিষ্ঠ হওয়ার পর কেটে পৃথক করা হয়। ) দ্বারা উভয়কে টেনে জান্নাতে নিয়ে যাবে। (ইবনে মাযাহ, ২য় খন্ড, ২৭৩ পৃষ্ঠা, হাদীস নং- ১৬০৮)।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এ বর্ণনা থেকে ঈমান হিফাযতের গুরুত্ব ফুটে উঠেছে, শাফায়াতের মত মহান নেয়ামতের অধিকারী হওয়ার জন্য ঈমান হিফাযত থাকা জরুরী। তাই প্রত্যেককে ঈমান হিফাযতের জন্য চিন্তা করা উচিত। নিঃসন্দেহে ঈমান হিফাযত আল্লাহ্ তাআলার সন্তুষ্টির মধ্যে লুকায়িত রয়েছে, আর আল্লাহ্ তাআলার সন্তুষ্টি হলাে তাঁর এবং তাঁর প্রিয় হাবীব صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর আনুগত্যের মধ্যে। আর ঈমানের ধ্বংস আল্লাহ্ তাআলার অসুন্তুষ্টির মধ্যে লুকায়িত রয়েছে, আর তার এবং তাঁর প্রিয় হাবীব صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর নাফরমানিতে আল্লাহ্ তাআলার অসন্তুষ্টি নিহেত। হে আল্লাহ! তুমি আমাদেরকে ঈমান হিফাযতের তৌফিক দান করাে।
اٰمِيۡن بِجَا هِ النَّبِيِّ الۡاَمين صَلَّى اللّٰهُ عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم
____________
আকিকা সম্পর্কিত প্রশ্নোত্তর
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন