প্রশ্ন: যার আকিকা করা হয়নি, যৌবনে সে কি নিজের আকিকা করতে পারবে?
উত্তর: জ্বী, হ্যাঁ! যার আকিকা করা হয়নি সে যৌবনে বা বৃদ্ধাবস্থায়ও নিজের আকিকা করতে পারবে। (ফতােওয়ায়ে র্যবীয়া, ২০তম খন্ড, ৫৮৮ পৃষ্ঠা)
যেমনি ভাবে রাসুলুল্লাহ্ صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم নবুয়ত ঘােষণা করার পর নিজের আকিকা করেছেন। (মুসান্নিফে আব্দুর রাজ্জাক, ৪র্থ খন্ড, ২৫৪ পৃষ্ঠা, হাদীস নং- ২১৭৪)
____________
আকিকা সম্পর্কিত প্রশ্নোত্তর
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন