তােমাদের দাড়ি রক্তে লাল করে দেবে

 

তােমাদের দাড়ি রক্তে লাল করে দেবে


হযরত সায়্যিদুনা আম্মার বিন ইয়াছির رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه বলেছেন, আমি এবং হযরত সায়্যিদুনা আলী মুরতাদ্বা শেরে খােদা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه ‘গাজওয়ায়ে যিল উশায়রা' নামক যুদ্ধে শরীক ছিলাম। এই সময় আখেরী নবী, গায়েবের সংবাদ দাতা, নবী উভয় জগতের সুলতান, রাসূলে পাক صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করেন: “আমি কি তােমাদেরকে ঐ দুই ব্যক্তি সম্পর্কে সংবাদ দিব না, যারা লােকদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট? আমরা আরজ করলাম; ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم অবশ্যই দিবেন। তখন রসূলে পাক صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم গায়েবের সংবাদ দিতে গিয়ে ইরশাদ করলেন ; (১) সামূদ সম্প্রদায়ের ঐ ব্যক্তি (অর্থাৎ কাদার বিন সালিফ) যে আল্লাহর নবী হযরত সালেহ عَلَیۡهِمُ السَّلَام এর পবিত্র উটনী মুবারকের পা-দ্বয় কেটে দিয়েছিল আর (২) হে আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه! ঐ ব্যক্তি যে তােমার মাথায় তলােয়ারের আঘাতে তােমার দাঁড়ি রক্তে লাল করে দিবে।” (মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, খন্ড-২য়, পৃ-৩৬৫, হাদীস নং-১৮৩৪৯)।


জিন কা কাউছার হে জান্নাত হে আলাহ কি, 

জিন কে খাদিম পে রাফত হে আলাহ কি। 

দোস্ত পর জিন কে রহমত হে আলাহ কি, 

জিন কে দুশমন পে লানত হে আলাহ কি।

 উন সব আহলে মহব্বত পে লাখাে সালাম। 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন