মূর্তিদের নিকট সাহায্য প্রার্থনা করা শিরক
মুফতি আহমদ ইয়ার খান رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেছেন, মুশরিক কর্তৃক তাদের মূর্তিদের নিকট সাহায্য প্রার্থনা করা। এটি সরাসরি শিরকই । (আর এটি শিরক হওয়া) এ কারণে যে, সেসব মূর্তিদের মাঝে খােদাঈ প্রভাব আছে বলে মনে করে এবং সেগুলােকে অলীক খােদা বলে মনে করে তারা সাহায্য প্রার্থনা করে। আর তাই ওসবকে তারা ইলাহ্ (ইবাদতের যােগ্য) বা শুকা (শরিক) বলে থাকে। অর্থাৎ সেসব মূর্তিকে তারা একদিকে আল্লাহর বান্দাও জানে, অপরদিকে 'উলুহিয়াতের’ বা ইলাহ্ হওয়ার অংশ বলেও মনে করে। (জাআল হক, পৃষ্ঠা: ১৭১)
শিরকের সংজ্ঞা
শিরকের অর্থ হল আল্লাহ্ ব্যতীত অন্য কাউকে বা অন্য কিছুকে ‘ওয়াজিবুল উজুদ' বা ইবাদতের যােগ্য বলে জানা । অর্থাৎ উলুহিয়াতে অন্যকে শরিক করা। আর এ হল কুফরের সব চাইতে নিকৃষ্টতর স্তর। এ ছাড়া আর যা যা রয়েছে, যতই জঘন্য কুফর হােক না কেন, শিরক অবশ্য নয়। (বাহারে শরীয়ত, ১ম খন্ড, পৃষ্ঠা: ১৮৩)
আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দীন ও মিলাত মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলছেন, কোন মানুষ মূলত: কোন অর্থেই মুশরিক হয় না, যে পর্যন্ত গাইরুল্লাহকে মাবুদ কিংবা স্বতন্ত্র সত্তা (অর্থাৎ স্বীয় সত্তায় অমুখাপেক্ষী, যথা এমন সব আকীদা পােষণ করা যে, তার এলম মৌলিক ও সত্তীয়) এবং ওয়াজিবুল উজুদ বলে মনে না করে। (ফতাওয়ায়ে রজভীয়া । ২১তম খন্ড, পৃষ্ঠা: ১৩)।
“শরহে আকাঈদে বর্ণিত আছে- শিরক আল্লাহ তাআলার উলুহিয়্যাতের মধ্যে কাউকে শরিক জানা। যেমন অগ্নি পুজারী আল্লাহ তাআলা ব্যতীত ওয়াজিবুল ওজুদ মানে অথবা আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ইবাদতের যােগ্য জানা। যেমন: মূর্তিদের পূজারী।
(শরহে আকাঈদে নসফীয়া, পৃষ্ঠা নং-২০১)
হে কুরবা ইছ আদায়ে দস্তগীর পর মেরে আকা।
মদদ কো আগেয়ে জব বিহ পুকারা ইয়া রাসুলাল্লাহ।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
تُوۡبُوۡا اِلَی اللّٰهِ اَسۡتَغۡفِرُ اللّٰه
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন