নবীগণের এবং ওলীগণের জীবনের মাঝে পার্থক্য


নবীগণের এবং ওলীগণের জীবনের মাঝে পার্থক্য 


ইমামে আহলে সুন্নত মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ এক প্রশ্নের জবাবে ইরশাদ করেন: নবীগণের কবরের জীবন প্রকৃত, অনুভূতিশীল এবং পার্থিব । আল্লাহ তায়ালার ওয়াদার সত্যতার জন্য তাদের উপর সাময়িক মৃত্যু আসে। অত:পর তৎক্ষণাৎ তাদেরকে সেই জীবনই প্রদান করা হয়। তাঁদের সেই জীবনে দুনিয়াবী বিধানই প্রযােজ্য থাকে। তাদের পরিত্যক্ত ধন-সম্পদ বণ্টন করা যাবে না। তাঁদের পবিত্র স্ত্রীগণকে অন্য কেউ বিয়ে করা হারাম। তাছাড়া নবীগণের পবিত্র স্ত্রীগণের ইদ্দতও নেই। তারা নিজ নিজ কবরগুলােতে পানাহার করেন, নামায পড়েন। আলেমগণের এবং শহীদগণের কবরের জীবন যদিও দুনিয়াবী জীবন থেকে উত্তম, কিন্তু সে জীবনের উপর দুনিয়াবী বিধানগুলাে প্রযােজ্য হবে না। তাদের পরিত্যক্ত সম্পদ-সম্পত্তি বণ্টনযােগ্য। তাঁদের স্ত্রীগণ ইদ্দত পালন করবেন। (মলফুজাতে আলা হযরত, পৃষ্ঠা: ৩৬১, সংক্ষেপিত) 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন