জনাব না মরহুম

 

জনাব না মরহুম 


প্রিয় ইসলামী ভাইয়েরা! জীবনের যে দিনটি আজ আপনার ভাগ্যে জুটল তাকে গনিমত মনে করে আপনি যতটুকু পারেন ভাল ভাল কাজ করে নিন। এটাই হবে আপনার জন্য মঙ্গলজনক। কেননা আমরা জানিনা আগামীকাল যেদিনটি আমাদের নিকট আসবে তাতে লােকেরা আমাদেরকে কি “জনাব” বলে সম্বােধন করবে না “মরহুম” বলে সম্বােধন করবে। আমাদের অনুভূতি হােক বা না হােক, এটা দিনের মত সত্য যে, আমরা মৃত্যুর দিকে খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ৩০ পারার সূরা ইনশিকাক এর ৬ নং আয়াতে ইরশাদ করেন, 

يٰاَيُّهَا الۡاِنۡسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدۡحًا فَمُلٰقِيۡهِ ۞

কানযুল ঈমান থেকে অনুবাদ : হে মানব! নিশ্চয় তােমাকে আপন রবের প্রতি দৌঁড়াতে হবে। অতঃপর তার সাথে সাক্ষাত করতে হবে

মরতে যাতে হ্যাঁয় হাজারাে আদমি, আকেল অ নাদান আখের মওত হেয়। 

_______________

কিতাব: অমূল্য রত্ন

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)


Post a Comment

নবীনতর পূর্বতন