সতর্কবাণীঃ হাল, জযবা, ইলম ও মারেফাতসমূহ বর্ণনার কালে, যদি এই লেখকের বক্তব্যের মধ্যে কোনােরূপ বৈসাদৃশ্য ও বৈপরিত্য পরিলক্ষিত হয়, তবে তা সময়ের বিভিন্নতা এবং হাল ও অবস্থার পার্থক্যের কারণে হয়েছে মনে করতে হবে। কেননা, প্রত্যেক সময়ের হাল ও জযবাসমূহ বিভিন্ন রকম হয়ে থাকে এবং প্রত্যেক অবস্থার জ্ঞান ও মারেফাতসমূহ স্বতন্ত্র হয়। সুতরাং, প্রকৃতপক্ষে এটা কোনাে বৈসাদৃশ্য ও বৈপরিত্য নয়। এর উদাহরণ শরীয়তের হুকুম আহকামের মতাে। যেমন তা মানসুখ বা পরিবর্তনের পর, বিপরীত হুকুম বলে মনে হয়। কিন্তু যখন সময় ও অবস্থার বিভিন্নতাকে সম্মুখে রাখা হয়, তখন এ মতানৈক্য ও বৈপরিত্য আর থাকে না। এর মধ্যে আল্লাহ্ সুবহানুহু ওয়া তায়ালার হিকমত এবং কল্যাণ নিহিত আছে। কাজেই, তােমরা কেউই সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়াে না। আমাদের নেতা ও সরদার হজরত প কঁকঁঁঁঁক পরিজনদের উপর দরূদ, সালাম ও বরকত নাযিল হােক ।
_______________
কিতাব: মাবদা ওয়া মা'আদ
কৃত: হজরত মুজাদ্দেদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি
অনুবাদ: ড. আ ফ ম আবু বকর সিদ্দীক
একটি মন্তব্য পোস্ট করুন