পালাবদল


পালাবদল



এক দরিদ্র ভিক্ষুক সারাদিন পথে পথে ঘুরে বেড়িয়েছে। ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে সে এল এক ধনী লোকের বাড়ির দরজায় ।

ও ভাই আমাকে একটু ভিক্ষা দিন । আমি খুব ক্ষুধার্ত। ধনী লোকটি বলল না হে, এখানে কোনো ভিক্ষাটিক্ষা দেয়া হয় না।

তুমি অন্য কোথাও দেখো ।


ভিক্ষুক তবুও দীড়িয়ে রইল । মালিক তখন তার বাড়ির কাজের ছেলেটাকে পাঠাল ! যাও ওকে বিদায় করো। কাজের ছেলেটি গিয়ে ঘাড়ধাক্কা দিয়ে ভিক্ষুককে বিদায় করল । 


ক্লান্ত, ক্ষুধার্ত ভিক্ষুক বেচারা কাঁদতে কাঁদতে ফিরে চলল অন্য দরজায় ।

এই ধনী লোকটি ছিল খুবই অত্যাচারী, অহংকারী |


মানুষকে সে মানুষ বলেই মনে করে না । কিছুদিন পরে তার কপালে নেমে এল দুর্ভোগ । ব্যবসা করতে গিয়ে সব টাকা লোকসান করে লোকটি একেবারে নিঃস্ব হয়ে গেল ।


এখন সে পথের ভিক্ষুক । চাকর ছেলেটিও কাজ নিয়ে চলে গেল অন্যত্র আরেক ধনী ব্যক্তির বাড়িতে । সেই ধনী ব্যক্তিটি ছিল খুবই ভালো । হৃদয়বান এবং মানুষের মর্যাদা দিতে জানত সে ।


একদিন এক ভিক্ষুক এসে হাজির হল এই ধনী ব্যক্তিটির বাড়িতে ৷ ভাই, আমি খুব ক্ষুধার্ত । কিছু খাবার চাই!


ধনী ব্যক্তিটি সঙ্গে সঙ্গে ভিক্ষুকের খাবারদাবারের ব্যবস্থা করলেন । রাত্রে

থাকার ব্যবস্থা করলেন। আর প্রভুভক্ত চাকরটিকে বললেন, লোকটির আদর-আপ্যায়নে যেন কোনো ক্রুটি না হয়।

চাকরটি খাবার নিয়ে ভিক্ষুকের কাছে পৌছতেই অবাক হরে গেল।


আরে, এ যে তার পুরনো প্রভু! মানুষের ভাগ্য কত দ্রুত বদলে যায়। চাকরটির চোখে পানি এসে গেল । জল ছলছল করতে লাগল চোখে। 


ধনী ব্যক্তিটি জিজ্ঞেস করল- ব্যাপার কী? তোমার চোখে পানি কেন?


হুজুর, আমি একদিন এই লোকটির বাসায় কাজ করতাম । কিন্তু লোকটি ছিল খুবই অহংকারী । আজ সে পথের ফকির ।


ধনী ব্যক্তিটি তখন বলল তাইতো বলি, লোকটিকে তো আমারও চেনা-চেনা মনে হচ্ছে । একদিন আমিও ভিক্ষুক ছিলাম ৷ পথে পথে ঘুরে বেড়াতাম। এ ব্যক্তির বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিলাম।

গলাধাক্কা দিয়ে আমাকে বের করে দেয়া হয়। আজ দিন বদলে গেছে । ভাগ্য ফিরেছে আমার । আমি আজ ধনী ব্যক্তি । আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল

যে-ব্যক্তি সে আজ পথের ভিক্ষুক । সে আজ আমার অতিথি ।


এই হচ্ছে মানুষের জীবন । মানুষ যদি কোনো অন্যায় কাজ করে সে তার

কর্মফল পায় । আজ যে আমির কাল সে ফকির, আজ যে ফকির কাল সে

আমির এই হচ্ছে পৃথিবীর নিয়ম ।

___________

শেখ সাদীর গল্প

আমীরুল ইসলাম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন