রাকাতের ব্যাপারে কুমন্ত্রণা
শয়তান নামাযে কুমন্ত্রণা দিয়ে তার রাকাতের মধ্যেও সন্দিহান করে দেয়। হাদীসে পাকে রয়েছে যে, এক ব্যক্তি প্রিয় নবী (ﷺ) َএর দরাবারে উপস্থিত হয়ে কুমন্ত্রণার অভিযোগ করলো যে, নামাযের মনে থাকে না, দু’রাকাত পড়েছি নাকি তিন রাকাত। হুযুর নবীয়ে করিম, রউফুর রহীম (ﷺ) করেন: যখন তোমার এরূপ হবে তখন নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল উঠিয়ে নিজের বাম রানে আঘাত করবে এবং পাঠ করবে, এটা শয়তানের নিকট ছুড়ির (আঘাতের) ন্যায়।
(আল মু’জামুল কবীর লিত তাবরানী, ১ম খন্ড, ১৯২ পৃষ্ঠা,হাদীস নং- ৫১২)
অনুরূপভাবে যার নামাযে কুমন্ত্রণা আসার অভ্যাস আছে, তার উচিৎ যে, নামায শুরু করার পূর্বেই এই আমল করে নেয়া।
_____________
কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার
লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন