তাকদীর সম্পর্কে কুমন্ত্রণার একটি উত্তম প্রতিকার

 

তাকদীর সম্পর্কে কুমন্ত্রণার একটি উত্তম প্রতিকার


দা’ওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনার প্রকাশিত ৩৪৪ পৃষ্ঠা সম্বলিত কিতাব “মিনহাজুল আবেদীন” এর ৮৬ থেকে ৮৭ পৃষ্ঠায় হুজ্জাতুল ইসলাম হযরত সায়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী (রহমাতুল্লাহি আলাইহি) যা কিছু বর্ণনা করেছেন, তার সারাংশ হচ্ছে: ইবলিশ অনেক সময় কুমন্ত্রণা প্রদান করে এভাবেও পথভ্রষ্ট করে যে, মানুষের নেককার ও গুনাহগার হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ভাগ্য নির্ণয়ের দিনই হয়ে গেছে, সেদিন যে গুনাহগারের দলে ছিলো, সে গুনাহগারই থাকবে এবং যে নেককারদের দলে ছিলো, সে নেককারই থাকবে। তোমাদের নেক ও মন্দ আমলের ভাগ্য নির্ণয়ের সিদ্ধান্তে কোনরূপ পার্থক্য আসতে পারে না। যদি আল্লাহ তায়ালা বান্দাদেরকে এই শয়তানি কুমন্ত্রণা থেকে বাঁচান এবং বান্দারা অভিশপ্ত শয়তানকে এভাবে প্রতিত্তোর দিক যে, “আমি আল্লাহ তায়ালার বান্দা এবং বান্দার কাজ হচ্ছে, তার মাওলার আদেশ মান্য করা, আর আল্লাহ তায়ালা যেহেতু সমগ্র জগতের রব, তাই যা ইচ্ছা আদেশ দেন এবং যা ইচ্ছা করেন, অতঃপর তাঁর ইবাদত ও আনুগত্য কোনভাবেই ক্ষতিকর নয়, কেননা যদি আমি আল্লাহর জ্ঞানে (অর্থাৎ পূর্ণবান) সৌভাগ্যবান হই, তবুও যদি আরো অধিক সাওয়াবের মুখাপেক্ষী এবংّ َআল্লাহর জ্ঞানে (লাওহে মাহফুযে) আমার নাম দূভার্গাদের তালিকায় লিখা হয়, তবুও নেক আমল করাতে নিজেকে এই বলে নিন্দা করবোনা যে, আমাকে আল্লাহ তায়ালার আনুগত্য ও ইবাদত না করার কারনে শাস্তি দিবেন এবং কমপক্ষে এটা তো হবে যে, অবাধ্য হিসেবে জাহান্নামে যাওয়ার চাইতে অনুহত হিসেবে যাওয়াই উত্তম। কিন্তু এই সব কিছু সন্দেহ মাত্র, অন্যথায় তাঁর ওয়াদা (প্রতিজ্ঞা) সত্য, এবং তাঁর কথা অকাট্য সত্য আর আল্লাহ তায়ালা আনুগত্য ও ইবাদতকারীদেরকে উত্তম প্রতিদান দেয়ার ওয়াদা দিয়েছেন, তবে যে ব্যক্তি ঈমান ও আনুগত্য (অথার্ৎ ইবাদত) এর মাধ্যমে রব তায়ালার দরবারে উপস্থিত হবে, সে কখনো জাহান্নামে যাবেনা, বরং আল্লাহ তায়ালার দয়া এবং নেক আমলের কারনে   সৗেদেফর জোন্নাতুলَ َ َজায়গা পাবে। কিন্তু বাস্তবিকই এই প্রবেশ আল্লাহ তায়ালার ওয়াদার কারনেই হবে। এই সত্য ওয়াদাকে প্রকাশ করার জন্য আল্লাহ তায়ালা কোরআন মজীদের ২৪তম পারা সূরা যুমার এর ৭৪ নং আয়াতে পূর্ণবান লোকদের জন্য এই উক্তিটি উদ্ধৃত করেছেন:


وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى صَدَقَنَا وَعْدَهُۥ وَأَوْرَثَنَا ٱلْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ ٱلْجَنَّةِ حَيْثُ نَشَآءُۖ فَنِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ


ইংরেজি: And they will say, "Praise to Allah, who has fulfilled for us His promise and made us inherit the earth [so] we may settle in Paradise wherever we will. And excellent is the reward of [righteous] workers."


কানযুল ঈমান থেকে অনুবাদ: তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আপন প্রতিশ্রুতি আমাদের প্রতি (সত্যই) পূর্ণ করেছেন।



আল্লাহ কি রহমত সে তো জান্নাত হি মিল গেয়ী,


আয় কাশ! মাহাল্লে মে জাগা উন কে মিলি হো।


(ওয়াসায়িলে বখশীশ, ১০৭ পৃষ্ঠা)।

_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন