ঈমানের ব্যাপারে কুমন্ত্রণা

 

ঈমানের ব্যাপারে কুমন্ত্রণা


 প্রিয় ইসলামী ভাইয়েরা! কোন সময় শয়তান তাকে এমন এমন কুমন্ত্রণা দিতে থাকে যে, যা মুখে বর্ণনা করার সাহস হয় না। যেহেতু সাহাবায়ে কিরামগণ (রাদিয়াল্লাহু তায়ালা আনহুম)  আল্লাহ তায়ালা ও তাঁর রাসূল (ﷺ) َএর আনুগত্যে সর্বদা ব্যস্ত থাকতন। তাই শয়তান তাদের কুমন্ত্রণার মাধ্যমে খুবই ব্যথিত করতেন। যেমনটি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে, কিছু সাহাবায়ে কিরামগণ (রাদিয়াল্লাহু তায়ালা আনহুম) মদীনার তাজেদার, রাসূলদের সরদার (ﷺ) َএর দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: আমরা আমাদের অন্তরে এরূপ ধারণা (কুমন্ত্রণা) অনুভব করি যে, যা বর্ণনা করাও খুব খারাপ মনে হচ্ছে। প্রিয় নবী, রাসূলে আরবী (ﷺ)  َইরশাদ করেন: তোমরা কি এরূপ অনুভব করো? আরয করলো: জি হ্যাঁ। ইরশাদ করলেন: “এটাই হলো প্রকাশ্য ঈমান।” (সহীহ মুসলিম,৮০পৃষ্ঠা, হাদীস নং- ১৩২)

_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন