শয়তানের জন্য অপদস্থতা ও যন্ত্রণার কারণ

 

শয়তানের জন্য অপদস্থতা ও যন্ত্রণার কারণ


আমার আক্বা, আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা শাহ ইমাম আহমদ রযা খাঁন (রহমাতুল্লাহি আলাইহি) বলেন তিন: রাকাত এবং চার রাকাতের মধ্যে সন্দেহ হলে তখন তিনকেই প্রাদান্য দিয়ে এক রাকাত বেশি পড়ে নিন, অতঃপর সাহু সিজদা করে নিন, এবার যদি আসলেই তার পাঁচ রাকাত হয় তবে এই দুইটি সিজদা যেনো এক রাকাতের পরিপুরক হয়ে তার নামায দুই রাকাত পূর্ণ হয়ে যায়। এক রাকাত যেন একা না থাকে, যা শরয়ীভাবে অগ্রহণযোগ্য বরং এই সিজদাগুলোসহ মিলে যেনো দু’রাকাতের নফল আলাদাভাবে আদায় হয়ে যাবে। যদি আসলেই চার রাকাত হয় তবে এই সিজদা শয়তানের জন্য অপদস্থতা ও যন্ত্রণার কারণ হবে যে, সে সন্দেহ সৃষ্টি করে নামায ভঙ্গ করাতে চেয়েছিলো। (ফতোয়ায়ে রযবীয়া, ১০ম খন্ড, ৮২৬ পৃষ্ঠা)।

____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন