দরূদ পাঠে চেহারা উজ্জল হয়
হযরত সুফিয়ান সাওরী (رحمة الله) একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন, তিনি বলেন আমি একবার হজ্বের সময় কাবা শরীফ তাওয়াফ করছিলাম। তখন দেখতে পেলাম এক ব্যাক্তি প্রতি কদমে কদমে শুধু দরূদ শরীফ পাঠ করছে। আমি এর কারণ জিজ্ঞাসা করিলে সে বলল, আমার পিতা সহ হজ্জ্বের সফরে ছিলাম এমন সময় আমার পিতা অসুস্থ হয়ে মৃত্যু মুখে পতিত হলেন আর তার চেহারা শুকরের চেহারার ন্যায় হয়ে যায়। আমি এ দৃশ্য অবলোকন করে অত্যান্ত চিন্তিত হয়ে ছিলাম। তখন আমি কাপড় দিয়ে চেহারা ঢেকে দিলাম। কিছুক্ষণের ভিতরে অপূর্ব চেহারা বিশিষ্ট এক ব্যক্তি আগমন করেন এবং আমার পিতার চেহারা থেকে কাপড় সরিয়ে নিয়ে স্ব-হস্তে তা মুছে দেন। এতে আমার পিতার চেহারা উজ্জল হয়ে যায়। আমি তার পরিচয় জানতে পারলাম যে, তিনি আমার প্রিয় নবী শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদ (ﷺ)। তিনি বলেন, তোমার পিতার অনেক ত্রুটি ছিল। কিন্তু সে আমার প্রতি বেশী বেশী করে দরূদ শরীফ পাঠ করতো। এই দরূদ শরীফের বদৌলতে তার চেহারা পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হল। [পথ ও পাথেয়-১ম খন্ড]।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন