দরূদ পাঠ কারীর উপর আল্লাহ ও ফেরেশতাদের সালাত
من صلى على النبى صلى الله عليه وسلم واحدة صلى الله عليه وملا ئكته سبعين صلاة –
অর্থাৎ: আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) এর বর্ণনায়, যে ব্যক্তি হুযুর (ﷺ) এর উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ আযযাওয়াজাল্লা ও তার ফেরেশতাগণ তার উপর সত্তর বার সালাত পাঠ করবেন। (মিশকাত শরীফ ৮৭)
উপরোক্ত হাদীস শরীফে বলা হচ্ছে, আল্লাহর হাবীব হুযুরপুর নূর (ﷺ) এর উপর একবার দরূদ শরীফ পাঠ করলে, আল্লাহ তায়ালা ও তার ফেরেশতাগণ ঐ ব্যক্তির প্রতি সত্তর বার সালাত পাঠ করবেন। (সুবহানাল্লাহ) এখানে বান্দার প্রতি সালাত পাঠের ব্যাখ্যায় আল্লাহর বেলায় হবে, রহমত নেয়ামত আর ফেরেশতাগনের বেলায় হবে ঐ বান্দার জন্য মাগফিরাত কামনা।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন