দরূদ পাঠ আল্লাহর নৈকট্য লাভের উছিলা

 

দরূদ পাঠ আল্লাহর নৈকট্য লাভের উছিলা



মেশকাত শরীফের ৮৬ পৃষ্টায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে একখানা হাদীস শরীফ বর্ণনা করেছেন হুযুরপাক (ﷺ) ইরশাদ করেন- 


اولى الناس بي يوم القيامة الكثرهم على صلى لا


কিয়ামত দিবসে আমার সবচেয়ে নিকটে হবে ঐ সব ব্যাক্তি যারা আমার উপর বেশী বেশী দরূদ শরীফ পাঠ করেছে। উক্ত হাদীস শরীফ থেকে আমরা দৃড়ভাবে বুঝতে পারি নির্ধারিত, ফরজ, ওয়াজিব, সুন্নত ও আবশ্যকীয় ইবাদত সম্পাদনের পাশাপাশি দরূদ শরীফ পাঠে রাসূল (ﷺ) এর দীদার বা নৈকট্য লাভ করা সম্ভব। আর হুযুর (ﷺ) এর নৈকট্য লাভ করলেই, আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করতে সম্ভবপর হবে। কেননা আল্লাহ তায়ালা সকল জান্নাতী বান্দাদেরকে নিজ দিদার দিয়ে ধন্য করবেন। (সুবহানাল্লাহ) অথচ আফসোস! এখনও আমরা অনেকেই দরূদ শরীফ পাঠ থেকে গাফেল রয়েছি। 

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন