নূর থেকে ফেরেস্তা সৃষ্টি

 

নূর থেকে ফেরেস্তা সৃষ্টি



(২) অন্যত্র হুযুর আকদাস (ﷺ) ইরশাদ করেন,

خلقت الملائكة من نور وخلق الجان من نار وخلق آدم مما وصف لكم

অর্থাৎ ফেরেস্তা নূর থেকে, জ্বিন অগ্নিস্ফুলিঙ্গ এবং আদম তা থেকেই সৃষ্টি হয়েছে যা তােমাদের বলা হয়েছে। (অর্থাৎ কালো, সাদা এবং লাল মাটি থেকে)। যেমনঃ



◾ইবনে সা'দ হযরত আবু যর (رضي الله عنه)-এর সূত্রে, রাসুলে খােদা (ﷺ) থেকে রেওয়ায়েত করেন।


◾এটা বর্ণনা করেন ইমাম আহমদ  (رحمة الله) এবং মুসলিম  (رحمة الله) হযরত উম্মুল মােমেনীন (رضي الله عنه) থেকে।

_____________

কিতাবঃ ফেরেস্তা সৃষ্টির ইতিবৃত্ত [আল হেদায়াতুল মােবারাকা ফী তাখলীকে মালায়েকা"র বাংলা রূপ]

মূলঃ ইমাম আহমদ রেযা খান বেরলভী (রঃ)

অনুবাদঃ আবু সাঈদ ইউসুফ জিলানী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন