বায়'আতে শায়খ ও বায়'আতে রসূল কি? কোনটা উত্তম?

 


প্রশ্নকারী

মুহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী

দ:বড়কুল, হাজীগঞ্জ, চাঁদপুর


প্রশ্নঃ বায়'আতে শায়খ ও বায়'আতে রসূল কি? কোনটা উত্তম? বর্তমানে বায়'আতে রসূল জায়েয কিনা কোরআন-হাদীস ও ইজমা-ক্বিয়াসের মাধ্যমে অকাট্য দলীল পেশ করবেন বলে আশাবাদী।


উত্তর : হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামগণ থেকে ঈমান ও সত্য-ন্যায়ের পথে চলার জন্য এবং জিহাদের জন্য যে বায়'আত নিয়েছিলেন সে ধারাবাহিকতায় আজকের হক্কানী পীর-মুর্শিদগণ মুসলমানদের থেকে প্রিয়নবীর  অনুসরণে অনুকরণে ওই একই বায়'আত নিয়ে থাকেন। যেহেতু হুজূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহেরীভাবে আমাদের থেকে পর্দা করাতে সরাসরি তাঁর পবিত্র হাতে বায়'আত সম্ভব নয়, সেহেতু সাহাবীগণ সরাসরি হুজুরের পবিত্র হাত মােবারকে, তাবেঈগণ সাহাবীগণের হাতে, এভাবে বায়'আতের পরম্পরা চলে আসছে। শায়খ পরম্পরায় বায়'আতের শেষ শিকলটা হুজুরের পবিত্র হাতে রয়েছে। আর হক্কানী পীর-মাশায়েখ যেহেতু হুজুরের নায়েব বা উত্তরাধিকারী, সেহেতু তাঁর নায়েবের হাতে বায়'আত গ্রহণ করা পক্ষান্তরে হুজুরের হাতে বায়'আত গ্রহণ করার নামান্তর। তাই বায়'আতে রসূল ও বায়'আতে শায়খ এক ও অভিন্ন একটাকে অন্যটা থেকে পৃথক

মনে করা নিছক গােড়ামী ও অজ্ঞতার নামান্তর । অনেক পীর-বুযর্গ নিজের বায়'আতের নিছবত নিজের দিকে না করে রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দিকে করে থাকেন বলে এ বায়'আতকে বায়'আতে রসূল বলে। নতুবা উভয়ের মধ্যে কোন

পার্থক্য নেই।  (ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলাইহি রচিত ফতােয়ায়ে আফ্রীকা ইত্যাদি) (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ৩৫)।


উত্তর দিয়েছেন :-  মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

 

Post a Comment

নবীনতর পূর্বতন