জান্নাতের পথ ভুলে যাবে

 

জান্নাতের পথ ভুলে যাবে 



আল্লাহর রাসূল (ﷺ) এর উপর দরূদ না পড়লে জান্নাতের রাস্তা ভূলে যাবে। যেমন রাসুলুল্লাহ (ﷺ) নিজেই বলেন,


من ذكرت عنده فلم سصلى على اخطأ طريق الجنه –


অর্থাৎ, যার সামনে আমার পবিত্র নাম উচ্চারন করা হবে, অথচ সেই ব্যক্তি আমার উপর দরূদ পড়লোনা, তাহলে সে জান্নাতের রাস্তা ভুলে যাবে। (শিফা- তথ্য সূত্র, মাওয়াইজে রেজভিয়্যাহ) প্রিয় ইসলামী ভাই ও বোনেরা! একটু চিন্তা করে দেখুন হুজুর (ﷺ) এর নাম মোবারক উচ্চারনের ফলে যদি দরূদ শরীফ পাঠ না করা হয়, তাহলে জান্নাতের পথ ভূলে যাবে। এতে কি প্রতিয়মান হয়না যে, আমরা জান্নাতের পথ ভূলতে রাজি কিনা? আল্লাহ আযযাওয়াজাল্লা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। 

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন