দরূদ না পড়ার দূর্ভাগ্য

 

দরূদ না পড়ার দূর্ভাগ্য



নূরনবী (ﷺ) ইরশাদ করেন, সে ব্যক্তি ধ্বংস হবে, সেই ব্যক্তি কিয়ামতের দিনে আমার যিয়ারত হতে বঞ্চিত থাকবে। হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) আরয করলেন ইয়া রাসূলাল্লাহ্ সে ব্যক্তির কয়েকটি আ'লামত বা নিশানা বলে দিন। হাশরের দিন কোন ব্যক্তি আপনার জিয়ারত হতে মাহরূম হবে। তিনি (রাসূলুল্লাহ দ:) বললেন, কৃপন ব্যক্তি। হযরত আয়শা (রাঃ) আরয করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কোন বখিলের কথা বলেছেন? উত্তরে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এমন বখীল যার সামনে আমার নাম উচ্চারণ করার পর আমার উপর দরূদ শরীফ পড়ে না। সেই কৃপনের ব্যাপারে বলছি। (মাওয়াইজে রেজভিয়্যাহ- ২য় খন্ড- ২১১ পৃ:)।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন