দরূদ শরীফ বর্জনকারী বড়ই কৃপন
◼ মেশকাত শরীফের ৮৭নং পৃষ্টায় হযরত আলী (রাঃ) হতে বর্ণীত এক খানা হাদীস শরীফে রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন-
البخيل الذى من ذكرت عنده فلم يصل على
অর্থাৎ, সবচেয়ে বড় কৃপন ব্যক্তি হল, যার সামনে আমার নাম উলেখ করা হয়েছে, অথচ আমার উপর সে দরূদ পাঠ করে না।
◼ অন্য এক বর্ণনায় হযরত আবু যার গিফারী (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (ﷺ)ইরশাদ করেন-
ان البخيل الناس من ذكرت عند فلم يصلى على –
অর্থাৎ, নিশ্চয়ই সবচেয়ে বড় কৃপন ব্যক্তি হল, যার সামনে আমার নাম উলেখ করা হয়েছে, অথচ আমার উপর সে দরূদ পাঠ করে না।
(ফযলুস সালাত আ'লান নাবিয়্যীন- ৩৭, সূত্র- বার মাসের আমল ও ফযীলত)।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন