দরূদ ব্যতিত দোয়া ঝুলানো থাকে
ইমাম তিরমিজি বর্ননা করেন।-
عن عمر بن الخطاب رضى الله عنه- قال ان الدعاء موقوف بين السماء والارض لايصعد منه شيئ حتي تصلي على نبيك-
অর্থাৎ, হযরত ওমর ইবনুল খাওাব (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, নিশ্চয় দোয়া যমীন ও আসমানের মাঝখানে লটকানো থাকে। আসমানের উপর কোন আমল আরোহন করে না, যতক্ষন স্বীয় নবীর উপর দরূদ শরীফ না পড়ে।
দরূদ শরীফ পাঠের আদব সমূহ
আশেকে রাসুল (ﷺ) হযরত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান (রহ.) কর্তৃক প্রণীত দালায়েলুল খাইরাত নামক গ্রন্থের সূচনায় দরূদ পাঠের কিছু নিয়ম কানুন ও আদব লিখেছেন তা নিয়ে কিছু আলোকপাত করলে উপকার হবে বলে মনে করছি।
১। পাঠক মহল এর জন্য প্রয়োজন হল নিজেকে আত্মার সর্ব প্রকার রুগ্ন থেকে পুত: পবিত্র রাখা। যেমন অহংকার হিংসা বিদ্বেশ ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখা। তারপর অযু করে পরিষ্কার কাপড় পরিধান করে সুগন্ধি লাগিয়ে দরূদ পাঠ করা। কেননা অযুবিহীন দরূদ পাঠ করা আদব বা শিষ্টাচার বিরোধী। যদিও বা শরীয়তে তা যায়েজ আছে।
২। জায়নামাজে কেবলামুখী হয়ে বসে বিনয়ী অন্তরে দরূদ শরীফ পড়বেন।
৩। নিজ অন্তরকে সমুদয় দুনীয়াবী কল্পনা থেকে মুক্ত ও পবিত্র রেখে একাগ্রচিত্তে পাঠ করতে হবে।
৪। রিয়া বা লোক দেখানোর জন্য দরূদ শরীফ পাঠ করবে না।
৫। যেমনিভাবে মুখে দরূদ শরীফ পাঠ করবে তেমনিভাবে অন্তরকেও একাগ্রতা চাই। অন্যথায় দরূদ পাঠে কোন ফল হবে না।
৬। দরূদ শরীফ পাঠকালীন সময়ে এই ধারণা পোষণ করতে হবে যে আমার এই দরূদ শরীফ হুযুরে পাক (ﷺ) এর দরবারে ফিরিশতা কর্তৃক পৌছানো হচ্ছে বা তিনি নিজেই তা শুনছেন।
৭। নিজ অন্তরকে ক্ষীন করে রোদন উন্মুখ অন্তরে দরূদ শরীফ পাঠ করতে হবে।
৮। অন্তরের সম্পর্কটা আল্লাহর সাথে হবে?
৯। দরূদ শরীফ পাঠ করার সময় যেন কারো সাথে কথা না হয়।
১০। যে সমস্ত জায়াগায় অপবিত্র ও দুর্গন্ধময় সে সমস্ত জায়াগায় দরূদ শরীফ পাঠ করা অনুচিত।
১১। হাসি ঠাট্টাকালে দরূদ পাঠ করা কুফুরীর আশংকা বিদ্যমান।
১২। গুণাহের কাজের সময় দরূদ শরীফ একবারেই পড়বে না।
১৩। যেখানে হাসি ও আনন্দ উল্লাস, তামাশা, নাচ-গান হয় সেখানে দরূদ শরীফ পাঠ করা যাবে না।
আশাকরি নবী প্রেমিক আশেকগণ এ নিয়ম কানুন মেনে দরূদ শরীফ পাঠে সচেতনতা অবলম্বন করবেন।{ যিকরে এলাহী]।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন