কন্সট্যান্টিনোেপল অভিযান ও ইয়াযিদ

 

কন্সট্যান্টিনোেপল অভিযান ও ইয়াযিদ


মহানবি (ﷺ) এর  একাধিক হাদিসে জানা যায়, তাঁর উম্মতের মধ্যে যারা সর্বপ্রথম নৌযুদ্ধে যাবে, তারা জান্নাতি। এছাড়া যারা সর্বপ্রথম ‘সিজারের শহর’ আক্রমণ করবে, তারাও ক্ষমাপ্রাপ্ত হবে।

◼ সহিহ বুখারিতে উম্মু হারাম থেকে বর্ণিত, তিনি রসুলুল্লাহ (ﷺ)কে একদিন বলতে শুনলেন,

أول جيش من أمتي يغزون البحر قد أوجبوا



‘আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা নৌযুদ্ধ করবে, তাদের জন্য জান্নাত অবধারিত।' উম্ম হারাম বলেন, আমি বললাম, ইয়া রসুলাল্লাহ! আমি কী তাদের ভেতর আছি?' তিনি বললেন, হ্যা। তুমি আছ। তিনি এরপর আবার বললেন


 


أول جيش من أمتي يغزون مدينة قيصر مغفور لهم



আমরা উম্মতের মধ্যে যারা সর্বপ্রথম সিজারের শহর আক্রমণ করবে, তারা ক্ষমাপ্রাপ্ত। উম্ম হারাম বললেন, ইয়া রসুলাল্লাহ! আমি কী তাদের ভেতর আছি? তিনি বললেন, না।' (ইমাম বুখারি, আস সাহিহ, কিতাব : আল জিহাদ, বাব : মা কিলা ফি কিতালির রুম)।



এই হাদিসে কোথাও কুস্তুনতুনিয়া বা কন্সট্যান্টিনােপলের কথা নেই। ইয়াযিদপন্থীরা সবাই সিজারের শহর’কে কন্সট্যান্টিনােপল নাম দিয়ে ইয়াযিদকে ক্ষমাপ্রাপ্ত বলে ঘােষণা করার অপচেষ্টা চালায়।


এই হাদিসের ক্ষমার আওতায়। ইয়াযিদকে আনতে হলে দুটি বিষয় প্রমাণ করতে হয় :



১. সিজারের শহর দ্বারা উদ্দেশ্য কন্সট্যান্টিনােপল  


২. কন্সট্যান্টিনােপলের প্রথম অভিযানে ইয়াযিদের অংশগ্রহণ সিজারের শহর দ্বারা অনেকেই কন্সট্যান্টিনােপল উদ্দেশ্য করেছেন।



◼ ফতহুল বারিতে আল্লামা ইবন হাজার আল আসকালানি লিখেছেন, “সিজারের শহর দ্বারা উদ্দেশ্য কন্সট্যান্টিনােপল। ইবন তায়মিয়া এ হাদিসটি উল্লেখ করার সময় ভুলবশত ‘সিজারের শহর' এর জায়গায় কন্সট্যান্টিনােপল উল্লেখ করেছেন। এছাড়া তিনি বলেছেন, হাদিসটি ইবন উমর (رضي الله عنه) বর্ণনা করেছেন। এটাও ঠিক নয়। হাদিসটি উম্ম হারাম (رضي الله عنه) এর বর্ণনা। এছাড়া ফতহুল বারিতে ‘সিজারের শহর’ হিমস হতে পারে বলে আলিমদের একটি ইখতেলাফ উল্লেখ করা হয়েছে। হিমস উদ্দেশ্য হলে ইয়াযিদ এ হাদিসের আওতায় পড়ে না। কারণ ইয়াযিদ এখানে কোনাে অভিযান পরিচালনা করেনি।


➡ হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ (رضي الله عنه) শান্তিপূর্ণ উপায়ে এ শহরটি করায়ত্ত করেছিলেন।


২৬ হিজরিতে ইয়াযিদের জন্মের ১১ বছর আগে ১৫ অথবা ১৬ হিজরিতে এ অভিযান পরিচালিত হয়েছিল।


➡ বিস্তারিত জানার জন্য ইবনুল আসিরের আত তারিখুল কামিল ও বালাযুরির ফুতুহল বুলদান দেখা যেতে পারে। হাদিসে স্পষ্টভাবে বলা না হওয়ায় সিজারের শাসনাধীন যেকোনাে শহর এখানে উদ্দেশ্য হতে পারে।

__________

পাপিষ্ঠ ইয়াজিদ

কৃতঃ (ড. মুহাম্মদ আব্দুর রশীদ, আব্দুল্লাহ যােবায়ের)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন