দরূদে তাজ
اَللّهُمَّ صَلِّ عَلى سَيِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ صَاحِبِ التَّاجِ وَالْمِعْرَاجِ وَالْبُرَاقِ وَالْعَلَمِ- دَافِعِ الْبَلاَءِ وَالْوَبَاءِ وَالْقَحْطِ وَالْمُرَاض وَالْاَلَم- اِسْمُهُ مَكْتُوْبٌ مَّرْفُوْعٌ مَّشْفُوْعٌ مَّنْقُوْشٌ فِى الَّلوْحِ وَالْقَلَم- سَيِدِ الْعَرَبِ وَالْعَجَمِ- جِسْمُهُ مَقْدُسٌ مُّعَطُّرٌ مُّطَهرَ مُّنَوَّرٌ فِى الْبِيْتِ وَالْحَرَمِ- شَمْسِ الضُّحى بَدْرِالدُّجى صَدْرِالْعُلى نُوْرِ الْهَدى كَهْفِ الْوَرى مِصْبَاحِ الظُّلَمِ- جَمِيْلِ الشِّيَعٍ- شَفِيْعِ الْاُمَعِ- صَاحِبِ الْجُوْدِ وَالْكَرَمِ- وَاللهُ عَاصِمُهُ وَجِبْرِيْلُ خَادِمُهُ وَالْبُرَاقُ مَرْكَبَهُ وَالْمِعْرَاجُ سَفَرُهُ وَسِدْرة الْمُنْتَهَي مَقَامُهُ وَقَابَ قَوْسَيْنِ مَطْلُوْبُهُ وَالْمَطْلُوْبُ مَقْصُوْدُهُ وَالْمَقْصُوْدُ مَوْجُوْدُه سَيِدِ الْمُرْسَلِيْنَ خَاتِمِ النَّبِيِّنَ شَفِيْع الْمُذْ نِبِيْنَ اَنِيْسِ الْغَرِيْبِيْنَ رَحْمَةَ لِّلْعَلَمِيْنَ رَاحَةِ الْعَا شِقِيْنَ مُرَادِ الْمُشْنَاقِيْنَ شَمْسِ الَعَارِفِيْنَ سِرَاجِ السَّالِكِيْنَ مِصْبَاحِ الْمُقَرَّبِيْنَ مُحِبِّ الْفُقَرَاءِ وَالْغُرَابَاءِ وَالْمَسَاكِيْنَ سَيِّدِ الثَّقَلَيْنِ نَبِيِّى الْحَرَمَيْنِ اَمَامِ الْقِبْلَتَيْنِ وَسِيْلَتِنَا فِىْ الدَّارَيْنَ صَحِبِ قَابَ قَوْسَيْنِ مَحْبُوبِ رَبِّ الْمَشْرِقِيْنِ وَالْمَغْرِبَيْنِ جَدِّ الْحَسَنِ وَالْحُسَيْنِ مَوْلاَنَا وَمْلَى الثَّقَلَيْنِ اَبِى الْقَاسِعِ مُحَمَّدُبْنُ عَبْدِ اللهِ نُوْرِمِّنْ نُوْرِاللهِ- يَا اَيُّهَ الْمُشْتَاقُوْنَ بِنُوْرِ جَمَالِه صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوْ تَسْلِيْمًا-
▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি আ'লা ছায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ছোয়াহিবিত তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকি ওয়াল আ'লাম। দাফিঈল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহতি ওয়াল মুরাদিল ওয়াল আ'লাম। ইছমুহু মাকতুবুম মারফুউম মাশফুউম মানকুছুন ফিল লাওহি ওয়াল কলম। ছায়্যিদিল আরাবি ওয়াল আজম। জিছমুহু মাকদুছুম মুআওারুম মুতাতাহহারুম মুনাওয়ারুন ফিল বাইতি ওয়াল হারাম। শামছি দ্বোহা বদরিদ্দোজা সাদরিল উলা নুরিল হুদা কাহফিল ওয়ারা মিসবাহিজ্জোলাম জামি লিশ শিয়াম- শাফিঈল উমাম। সাহিবিল জুদ ওয়াল কারামি। ওয়াল্লাহু আছিমুহু ওয়াজিবরীল খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহ ওয়াল মিরাজু ছাফারুহু ওয়া ছিদারাতুল মুনতাহা মাকামুহু ওয়াকাবা কাওছাইনি ওয়াল মাতলুবুহু মাকছুদুহু ওয়াল মাকছুদু মাওজুদুহু ছায়্যিদিল মুরছালীনা খাতিমিন নাবিয়্যিন শাফিইল মুজনিবিনা আনিছিল গারিবীনা রাহমাতালিল আ'লামীনা রাহাতিল আশিকিনা ফুরাদিল মুশতাকিনা শামছিল আরিফিনা ছিরাজিছ ছালিকীনা মিছাবাহিল মুকাররাবিনা মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাছাকিনা ছায়্যিদিছ ছাকালাইনি নাবিয়্যিল হারামাইনি ইমামিল কিবলাতাইনি ওয়াছিলাতিনা ফিদ দারাঈনি সাহিবি কাবা কাওছাইনি মাহবুবি রাব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইনি জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি মাওলানা ওয়া মাওলাস সাকালাইনি আবিল কাছিম মুহাম্মদ ইবনি আব্দুল্লাহ নুরিম মিন নুরিল্লাহ ইয়া আইয়্যুহাল মুশতাকুনা বিনুরী জামালিহী সাল্লু আ'লাইহি ওয়া সালিমু তাছলিমা।
▪ ফযীলত : দরূদে তাজ একটি সু-প্রসিদ্ধ দরূদ শরীফ। আউলিয়ায়ে কেরামগণ বিভিন্ন কিতাবে এর বহু উপকারিতা ও ফযিলত বর্ণনা করেছেন।
১। যে ব্যক্তি মধ্যরাতের পর অযু করে দরূদে তাজ ৪০ বার পাঠ করবে খোদার মর্জিতে তার যে কোন নেক মকছুদ পূর্ণ হবে।
২। যাদুটুনা, জিনের আছর শয়তানের কুমন্ত্রনা ও বসন্তরোগ থেকে রক্ষা পাওয়ার জন্য উক্ত দরূদ শরীফ ১১ বার পাঠ করে পানিতে ফুঁক দিলে ইনশাআল্লাহ উপকার পাবে। [আল অজিফাতুল কারীমা]
৩। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর ৭ বার আসর ও এশার নামাজের পর ৩ বার নিয়মিত পাঠ করবে। তার অন্তরনুর উদ্ভাসিত হবে।
৪। অভাবের কারণে ইজ্জত হুরমত নষ্ট হওয়ার উপক্রম দেখা দিলে উক্ত দরূদ শরীফ প্রত্যেক নামাজের পর ৭ বার এবং এশার নামাজের পর ১০০ বার নিয়মিত পাঠ করতে হবে। আল্লাহর ফযল ও করমে রুজি রোজগারে খয়র ও বরকত হবে এবং অভাবমুক্ত হবে।
৫। যে ব্যক্তি এ দরূদশরীফ নিয়মিত পাঠ করবে তার কবর নূরে আলোকিত হবে এবং পুলসিরাত পলকে পার হবে। (আমালুল মুসলিমীন)।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন