যে সমস্ত স্থানে বা অবস্থায় দরূদ পড়া নিষিদ্ধ

 

যে সমস্ত স্থানে বা অবস্থায় দরূদ পড়া নিষিদ্ধ 



১। সহবাসের সময় দরূদ শরীফ পাঠ করা মাকরূহ।


২। প্রস্রাব পায়খানার সময় দরূদ শরীফ পাঠ করা মাকরূহ।


৩। ব্যবসার মাল বহুল প্রচারের জন্য দরূদ শরীফ পাঠ করা মাকরূহ।


৪। হাচি দেওয়ার সময় দরূদ শরীফ পাঠ করা মাকরূহ।


৫। জবেহ করার সময় দরূদ শরীফ পাঠ করা মাকরূহ।


৬। তোষামোদের সময় দরূদ শরীফ পাঠ করা মাকরূহ।


৭। দুনীয়াবি কোন স্বার্থের জন্য (যেথায় দরূদ শরীফ পড়া উদ্দেশ্য নয় বরং দুনিয়াবী কোন উদ্দেশ্য থাকে) সেখানে দরূদ শরীফ পাঠ করা মাকরূহ।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন