গুনের আদর

 

গুনের আদর


নাম তার আয়াজ।

দেখতে-শুনতে খুব একটা সুন্দর নয়।  যেমন বেঁটে তেমনই কালাে। চোখদুটো কুতকুতে। তােতলা। কথা বলতে গেলে জিভ জড়িয়ে আসে।


কিন্তু, সুলতান মাহমুদ তাকে খুব ভালােবাসেন।সুলতানের অনুচরদের মধ্যে সে খুব প্রিয়। অন্যরা তাই খুব হিংসা করত আয়াজকে। রূপবান এবং শক্তিমান এত অনুচর থাকতে আয়াজকে কেন এত পছন্দ করেন সুলতান? এই প্রশ্ন সকলের।


একদিন সুলতান মাহমুদের সভাসদ হােসেন এলেন অনুচরদের আস্তানায় । কয়েকজন অনুচর তাকে ঘিরে ধরল। তারা জিজ্ঞেস করল- এত শক্তিমান, রূপবান অনুচর থাকতে আমাদের প্রিয় সুলতান কেন আয়াজকে বেশি ভালােবাসেন?


প্রশ্ন শুনে হােসেন মিটিমিটি হাসলেন। 

রূপের চেয়ে গুণের মূল্য অনেক বেশি। রূপ দেখে আমরা মুগ্ধ হই। বটে কিন্তু মর্যাদা দিই গুণীব্যক্তিকে। 


মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করে গুণ দিয়ে, রূপে নয়। যে সকলকে ভালােবাসে, দেখতে অসুন্দর হলেও সে সকলের ভালােবাসা পাবে। পৃথিবীর যারা বিখ্যাত মানুষ তাঁরা সকলেই গুণের কারণে বিখ্যাত হয়েছেন—রূপের কারণে নয়।


আমাদের আয়াজ তােমাদের সকলের মধ্যে সবচেয়ে গুণবান। সুলতান মাহমুদ গুণের সমাদর করতে জানেন। তাই তিনি আয়াজকে সবচেয়ে বেশি পছন্দ করেন। 


তােমরাও রূপবান হওয়ার চেয়ে গুণবান হওয়ার চেষ্টা করাে। তাহলেই জীবনে উন্নতি করতে পারবে।

________

শেখ সাদীর গল্প

আমীরুল ইসলাম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন