দরূদ পাঠে দশগুণ সাওয়াব

 

দরূদ পাঠে দশগুণ সাওয়াব



হযরত আবু তালহা (রা.) এর বর্ণনায়-

ان رسول الله صلى الله عليه وسلم جاء ذات يوم والبشر فى وجهه فقال انه جاء نى جبريل فقال ان ربك يقول امايرضيك يامحمد ان لايصلي عليك واحد من امتك الا صليت عليه عشر ولايصلم عليك احد من امتك الاسلمت عليه عشر –


অর্থাৎ একদিন রাসূল (ﷺ) আমাদের নিকট তাশরীফ আনলেন তখন তার চেহারা মোবারকে আনন্দের ভাব পরিলক্ষিত হয়েছিল। অতপর বললেন, আমার কাছে জীবরাঈল (আঃ) এসেছিলেন। আর বললেন, হে মুহাম্মদ (ﷺ) আপনার প্রভু বলেছেন আপনি কি খুশি হবেন না? আপনার কোন উম্মত আপনার উপর একবার দরূদ পাঠ করলে আমি তার উপর দশবার রহমত নাযিল করব। আপনার কোন উম্মত আপনার উপর একবার সালাম পেশ করলে আমি তার উপর দশবার শান্তি বর্ষণ করবো। [নাসাঈ-দারেমী] যোগ সূত্র মেশকাত শরীফ ৮৬]। 

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন