দরূদ পাঠকারীর মর্যাদা বৃদ্ধি
من صلى على واحدة صلى الله عليه عشر صلوة وحطت عنه عشر خطيات ورفعت له عشر درجات –
অর্থাৎ, হযরত আনাস (রাঃ) এর বর্ণনায়, রাসূলে করীম (ﷺ) এর নূরানী ফরমান হল যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তায়ালা তার উপর দশটি রহমত নাযিল করবেন। দশটি গুণাহ মাফ করবেন, দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে। [মেশকাত শরীফ-৮৭ পৃষ্টা] সুবাহানাল্লাহ প্রিয় পাঠক পাঠিকা ইসলামী ভাই ও বোনেরা একবার চিন্তা করুন দরূদে মোস্তফার এত ফযিলত থাকার পরও আমরা এর থেকে অনেক গাফেল হয়ে আছি। আফসোস! একবারও কি আমাদের অন্তরে হাবীবে খোদা (ﷺ) এর মোহাব্বাত আসেনা? অথচ আমাদেরকে আল্লাহ রাব্বুল আ'লামীন তার হাবিবের উচিলায় দুনিয়াতে পাঠিয়েছেন।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন