দরূদ পাঠ গোনাহের কাফফারা
দরূদে মোস্তফা পাঠ করলে অন্তরের মরিচা দূর হয় এবং গোনাহের কাফফারা আদায় হয়। যেমন: হযরত আনাস (রাঃ) হতে বর্ণীত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন
صلو على فان الصلواة على عفارة لكم وزكاة
অর্থাৎ, তোমরা আমার উপর দরূদ পাঠ কর। কেননা, আমার উপর দরূদ পাঠ করলে তোমাদের জন্য গুণাহের কাফফারা এবং (অভ্যন্তরীন) পবিত্রতা অর্জন হবে। (আল কাউলুল বদী-১০৩)।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন