দরূদ পাঠে আশি বছরের গুনাহ্ মাফ
দারে কুতনী ও ইবনে শাহীন হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন, হুযুর (ﷺ) ইরশাদ করেন-
الصلواة على نور على الصراط فمن صلى على يوم الجمعة ثمانين مرة غفرت له ذنوب ثمانين سنة –
অর্থাৎ আমার উপরে প্রেরিত দরূদ পুলসিরাতে নুর হবে। যে ব্যক্তি জুমুয়ার দিন আমার উপরে আশি বার দরূদ পাঠ করবে। তার আশি বছরের গোনাহ্ মাফ করে দেওয়া হবে। [জাওয়াহেরুল বিহার ৪র্থ- ১৬৩]।
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়ের একটু লক্ষ করে দেখুন আশিবার দরূদ শরীফ পাঠের ফলে যদি আশি বছরের সগিরা গোনাহ্ মাফ হয়ে যায়, তাহলে আমরা কত হতভাগা দৈনিক আমরা একবারও দরূদ শরীফ পাঠ করি না। আমরা বাঁচব কত দিন তা আমাদের জানা নেই। তাই যদি এখন থেকে বাকী সময়টার কিছু সময় দরূদ শরীফ পাঠের জন্য বেচে নিলে আমাদের দুনিয়াতেও কোন কষ্ট নেই । আখেরাতেও কোন কষ্ট নেই।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন