দরূদ পাঠকারী আযাব থেকে মুক্তি পাবে

 

দরূদ পাঠকারী আযাব থেকে মুক্তি পাবে 



রাসূলুল্লাহ (ﷺ) এর নূরানী ফরমান-

ان الله تعالى ينظر الى من يصلى على ومن نظر الله تعالى اليه لايعد به ابدا-


অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ তায়ালা দয়ার দৃষ্টি দান করেন। ঐ ব্যক্তির উপর যে আমার উপর দরূদ পাঠ করে। আর যার প্রতি আল্লাহর দয়ার দৃষ্টি পড়বে, আল্লাহ তায়ালা তাকে কখনো আযাব দিবেন না। 


[আফযালুস সালাত পৃষ্টা: ৪১] সুবাহানাল্লাহ। এই হাদীস শরীফে দুইটি দিক লক্ষ করা যায়। 


প্রথমত, আল্লাহ তায়ালা দয়ার দৃষ্টি দান করেন। এই দয়ার দৃষ্টি কতটুকু তা বলা অসম্ভব। তবে এতটুকু বলা যায় বান্দার সারাজীবনের মকবুল ইবাদতের চাইতে কোটি কোটি গুণ উত্তম। 


দ্বিতীয়ত : যে বান্দার প্রতি আল্লাহ তায়ালা রহমতের দৃষ্টি দিবেন তাকে কখনও আযাব দিবেন না। কারণ যার প্রতি আল্লাহ তায়ালা একবার রহমতের দৃষ্টি দিবেন, সে কখনও হাবিবে খোদা (ﷺ) এর দরূদ ছাড়তে পারে না। এতে আরো প্রমাণীত হয় যে, আল্লাহর মকবুল বান্দাগণ কখনও নবীয়ে দুজাহান রাহমাতুলি­ল আ'লামীনের দরূদ ছাড়েন নাই। 

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন