সকল রোগের ঔষধ হলো দরূদ

 

সকল রোগের ঔষধ হলো দরূদ



পার্থিব জীবনে আমাদের অনেক সুখ, দু:খ, বালা, মুসিবত কেটে উঠতে হয়। আর এই সুখ, দু:খ, আনন্দ, বেদনা, নিয়েই আমাদের জীবনের পাথেয়। আর এই সামান্য দু:খ আনন্দ, বেদনা, রুগ বালাই দূর করার জন্য দরূদ শরীফের কোন তুলনা নেই। আর এই দরূদ শরীফ আমাদের সকল উদ্দেশ্য পূরণ করে দেয়। যেমন হাদীস শরীফে বলা হচ্ছে- 


عن ابى بن كعب قال قلت بارسول الله انى اكثر الصلوة عليك فكم اجعل لك من صوتى فقال ماشئت قلت الربع قال ماشئت فان زدت فهو خير لك قلت النصف قال ماشئت فان زدت فهو خيرلك قلت الثلثين قال ماشئت قان زدت فهوخير لك قلت اجعل لك صلوتى كلها قال اذا يكفر فمك ويكفر لك ذنبك– 


অর্থাৎ, হযরত উবাই বিন কাব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর বেশী বেশী দরূদ পড়ে থাকি। আমি কত সময় আপনার জন্য দরূদ পড়ব? উত্তরে নবী (ﷺ) বললেন, যা ইচ্ছা! আমি বললাম এক চতুর্থাংশ। তিনি বললেন, যা ইচ্ছা পড়। যত বেশী পড়বে তোমার জন্য ভালো হবে। তিনি বলেন, অর্ধাংশ সময় নবী (ﷺ) বললেন, যা ইচ্ছা পড় বেশী পড়তে পারলে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, দুই তৃতীয়াংশ? তিনি বললেন, আরো বেশী পারলে ভাল হবে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! (ﷺ) আমার সমস্ত সময়টুকু আপনার দরূদ পাঠে কাঠিয়ে দেব। মহানবী (ﷺ) বললেন, তাহলে তোমার ব্যথা দূর হবে এবং তোমার পাপ মোছন হবে। (মেশকাত শরীফ-৮৬)।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন