হাদিসের আলোকে উচ্চস্বরে জিকির
প্রিয় নবীজি (ﷺ) বিভিন্ন সময়ে উচ্চ আওয়াজে আল্লাহর জিকির করতেন বলে বিভিন্ন হাদিস থেকে জানা যায়। যেমন উচ্চ আওয়াজে জিকির করা সম্পর্কে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে,
حدثنا إسحاق بن نصر ، قال: حدثنا عبد الرزاق ، قال: أخبرنا ابن جريج ، قال: أخبرني عمرو ، أن أبا عبير ، مولى ابن عباس ، عن ابن عباس ، أ رفع الصوت بالذكر حين ينصرف من المثوبة كان على عهد رسول الله صلى الله عليه وسلم قال ابن عباس: فكنت أعلم إذا انصرفوا بذلك إذا سمعته
-"হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন: ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে জিকির করা নবী করিম (ﷺ) এর জামানাও ছিল।
(ছহীহ বুখারী, হাদিস নং ৮৪১ ; ছহীহ মুসলীম, হাদিস নং ৫৮৩ ; ছহীহ ইবনে খুজাইমা, হাদিস নং ১৭০৭ ; মুসনাদে আহমদ, হাদিস নং ৩৪৭৮ ; মুছান্নাফু আব্দির রাজ্জাক, হাদিস নং ৩২২৫)
এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে, উচ্চ আওয়াজে জিকির করা রাসূলে পাক (ﷺ) এর জামানায় ছিল। সুতরাং উচ্চস্বরে জিকিরকে বিদয়াত ' বলা মূর্খতা বৈ কিছুই নয়। কারণ যে আমল স্বয়ং আল্লাহর রাসূল (ﷺ) এর জামানায় ছিল এবং স্বয়ং দ্বীনের নবী (ﷺ) যে আমল করতেন, ঐ অামল বিদয়াত হতে পারেনা। আর যারা নবী পাকের কোন আমলকে বিদয়াত বলবে সে নবী করিম (ﷺ) এর অনুসারী হতে পারেনা। এ ব্যাপারে অপর হাদিসে উল্লেখ আছে:
أخبرنا أبو زكريا ، وأبو بكر ، وأبو سعيد ، قالوا: حدثنا أبو العباس قال: أخبرنا الربيع قال: أخبرنا الشافعي قال: أخبرنا إبراهيم بن محمد قال: حدثني موسى بن عقبة ، عن أبي الزبير ، أنه سمع عبد الله بن الربير ، يقول كان رسول الله صلى الله عليه وسلم ، إذا سلم من صلاته ، يقول بصوته الأغلی: لا إله إلا الله وحده لا شريك له ، له الملك ، وله الحمد ، وهو على كل شيء قدير ، لا حول ولا قوة إلا بالله ، ولا نعبد إلا إياه ، له الغمة ، وله الفضل ، وله الثناء الحسن ، لا إله إلا الله مخلصين له الدين ، ولو كرة الكافرون
-"হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন: যখন আল্লাহর রাসূল (ﷺ) সালাম ফিরাতেন তখন উচ্চ আওয়াজে বলতেন:"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। অহুয়া আলা কুল্লে শায়ইন কাদির।
(ছহীহ মুসলীম, হাদিস নং ৫৯৪ ; ছহীহ বুখারী, হাদিস নং ৬৪৭৩ ; ইমাম বায়হাক্বী: মারেফাতুস সুনান ওয়াল আছার, হাদিস নং ৩৮৯৩ ; নাসাঈ শরীফ, মুসনাদে আহমদ, সুনানে দারেমী, মুসনাদে শাফেয়ী, হাদিস নং ২৮৮ ; ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৮৪৭ ; ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, হাদিস নং ৪১০৫ ; মেসকাত শরীফ, ৮৮ পৃ: হাদিস নং ৯৬৩ ; ইমাম মােল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৩ য় খন্ড, ৩৫ পৃ:)
"দেখুন! এই হাদিসে স্পষ্ট করে উল্লেখ আছে:
অর্থাৎ, উচ্চ আওয়াজে বলতেন স্বয়ং আল্লাহর নবী (ﷺ) উচ্চ আওয়াজে জিকির করেছেন। তাহলে বলুন আল্লাহর নবী (ﷺ) কি বিদয়াত করেছেন? (নাউজুবিল্লাহ) তাই অবস্থাভেদে উচ্চ আওয়াজে জিকির করা প্রিয় নবীজি (ﷺ) এর সুন্নাত।
_________________
শরীয়তের দৃষ্টিতে ক্বালবী জিকির ও ছামার বৈধ্যতা
রচনা ও সংকলনেঃ মুফতি মাওলানা আলাউদ্দিন জেহাদী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন