মোহাম্মাদ নাম করনের কারণ


মোহাম্মাদ নাম করনের কারণ 


হুযূরে পাকের নাম মোহাম্মদ রাখার কয়েকটি কারন রয়েছে। তন্মধ্যে মায়ের স্বপ্নযুগে আদিষ্ট হওয়া অন্যতম। যেমন : এ প্রসঙ্গে বর্ণিত আছে:

وقال بعضى العلماء مقد الهم الله عذ وجل ان يسمعوه محمدا لما فيه من الصفات المحمودة يطابقالاسم المسمى وقد قيل الاسماء تنزل من السماء-

অর্থাৎ- কোন কোন উলামায়ে কেরামগনের মতে মহান আল্লাহ পাক তাঁদের (নবী পরিবারে) অন্তরে ইলহাম করেছিলেন, যাতে তারা নবজাতকের নাম রাখেন মোহাম্মদ। যেহেতু তাঁর মধ্যে বিদ্যমান রয়েছে হাজারও প্রশংসনীয় গুনাবলীর ভান্ডার যাতে নাম ও বাস্তবের সাথে সামঞ্জশ্য থাকে। আবার কেউ কেউ বলেন: হুযূরে পাকের পবিত্র নামসমুহ আকাশ হতে অবতারীত। যার বাস্তব প্রমাণ মিলে হাসসান বিন সাবেত (رضي الله عنه ) এর চমৎকার কাব্য মালায়। তিনি বলেছেন:



وضم الاله اسم النبى الى اسمه اذقال قى الخمس المؤذن اشهد


وشق له من اسمه ليجله فذ والعرش محمود وهذا محمد-



নিজ নামেতে যোগ করিলেন মোহাম্মদী নূর,


ঐ শুনাযায় মোআযযীনের কন্ঠে সুমধুর


তাঁর নামের অংশ দিলেন সম্মান দিবেন বলে।


আরশপতি মাহমুদ তাই, মোহাম্মদ ভূমন্ডলে।



ইমাম সাখাবী (رضي الله عنه ) বলেন: খাজা আব্দুল মুত্তালিব কর্তৃক নাতীর নাম মোহাম্মদ রাখার কারন মূলত: মহান আল্লাহর ইঙ্গিত অথবা তিনি জানতেন যে, তাঁর এ হের দৌহিত্র আল্লাহর কাছে এক বিশাল শানওয়ালা হবে।

_______________

আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)

মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন