দরূদে শাফায়াত

 

দরূদে শাফায়াত 



اَلَّلهُمَّ صَلِّ عَلى مَحَمَّدٍ وَاَنْزَلَهُ الْمَقْعَدَ اَلْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ-


▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি­ আ'লা মুহাম্মাদিন ওয়া আনজালাহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়ামাল কিয়ামাতি।


▪ ফযীলত : প্রিয় নবী হুযুরপুর নুর (ﷺ) ফরমান যে ব্যক্তি এ দরূদ শরীফখানা পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। [আত্তারগীব ওয়াত্তারগীব, পৃষ্ঠা ৫০৪]।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন