দরূদে ছায়াদাত
اَلَّلهُمَّ صَلِّ عَلى سَيِّدِنَا وَمَوْلَنَا مُحَمَّدٌ عَدَدَ مَافِىْ عِلْمِ اللهِ صَلوةً دَائِمَةً بِدَوَامِ مُلْكِ اللهِ-
▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি আ'লা ছায়্যিদিন ওয়ামাওলানা মুহাম্মাদুন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ।
▪ ফযীলত : শায়খুদ দালায়েল সৈয়দ আলী বিন ইউসুফ মাদানী (রহঃ) হযরত জালালুীন সুয়ুতী (রাঃ) হইতে বর্ণনা করেন, যে ব্যক্তি এই দরূদ শরীফ একবার পড়বে সে ছয় লক্ষ মর্তবা দরূদ শরীফ পাঠ করার সওয়াব পাবে। এজন্য এই দরূদ শরীফকে ছেলাক দরূদ শরীফও বলা হয় থাকে।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন