হুযুর (ﷺ) কে স্বপ্নে দেখার দরূদ

 

হুযুর (ﷺ) কে স্বপ্নে দেখার দরূদ



اَلَّلهُمَّ صَلِّ عَلى روح مُحَمَّدٍ فِىْ الْاَرْوَاحِ وَصَلِّ عَلى جَسَدِ مُحَمَّدٍ فِىْ الَاَجْسَادِ وَصَلِّ عَلى قَبْرُ مُحَمَّدٍ فِىْ الْقُبُوْرِ- اَلَّهُمَّ اَبْلِغَ رُوْحَ مُحَمَّدِ مِنِّى تَحِيَّةً وَسَلاَمًا-


▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি­ আ'লা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়াছালি­ আ'লা জাছাদি মুহাম্মাদিন ফিল আজছাদি ওয়াছালি­ আ'লা কাবরী মুহাম্মাদিন ফিল কুবুরি-আল্লাহুম্মা আবলিগ রুহা মুহাম্মাদি মিন্নি তাহিয়্যাতাও ওয়া ছালামান। 


▪ ফযীলত : মাতালিউল মুসিররাত কিতাব আছে, হুযুর (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি উক্ত দরূদ শরীফখানা পাঠ করবে অবশ্যই আমার সাথে স্বপ্নে তার সাক্ষাত হবে। 

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন