দরূদে কামালিয়া
اَلَّلهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِك عَلى سَيَِدِنَا مُحَمَّدٍ وَّعَلى الِهِ كَمَا لاَ نِهَايَةَ لِكَمَالِكَ وَعَدَدَ كَمَالِهِ-
▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি ওয়া ছালিম ওয়াবারিক আ'লা ছায়্যিদিনা মুহাম্মাদিও ওয়াআ'লা আলিহী কামা লা নিহায়াতা লিকামালিকা ওয়াআদাদা কামালিহী।
▪ ফযীলত : দরূদ কামালিয়ার ফযীলত সম্পর্কে কোন কোন আউলিয়ায়ে কেরাম বলেছেন- এ দরূদ শরীফের ফযীলত ৭০ হাজার দরূদ শরীফের সমান। কেহ কেহ বলেছেন একলক্ষ দরূদ শরীফের ফযীলতের সমান।
ইমামুল হাদীস আব্দুল্লাহ বিন সালাম বছরী মক্ষী বলেন এ দরূদ শরীফ হযরত খিজির (আঃ) এর দিকে সম্পর্কিত।
তা নিয়মিত পাঠ করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়। উক্ত দরূদ শরীফখানা মাগরীব ও এশার মধবর্তী সময়ে নির্দিষ্ট সংখ্যা ছাড়া পাঠ করা ভাল। (আফযালুস সালাত)।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন