আমেনা رضي الله عنها এর বিবাহের ঘটনা

 

আমেনা رضي الله عنها এর বিবাহের ঘটনা


ইমাম বারাক্কী (رضي الله عنه ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মহিয়সী মাতা হযরত আমেনা (رضي الله عنه ) কে স্বীয় পিতা খাজা আব্দুল্লাহ (رضي الله عنه ) কর্তৃক বিবাহের কারন হচ্ছে যে, এক বার খাজা আব্দুল্লাহ (رضي الله عنه ) এর পিতা হযরত সাইয়্যিদিনা খাজা আব্দুল মুত্তালিব (رضي الله عنه ) ইয়ামনে আগমন করেন এবং সেখানকার নেতৃস্থানীয় এক ব্যক্তির নিকট আগমন করেন। এ সময় তাঁর দরবারে মুরবা নম্নীয় একব্যক্তি আসেন. এবং হযরত কাবুল আহবার (رضي الله عنه ) বলেন: হযরত খাজা আব্দুল্লাহ (رضي الله عنه ) মা আমেনা (رضي الله عنه ) কে বিবাহ করার পরক্ষনেই মহান আল্লাহ পাক তাঁকে নূর, সম্মান, মর্যাদা, জামালত ও কামালত দান করে সম্মানের উচ্ছাসনে আসীন করেন। যদ্বরুন তিনি স্বীয় কওমের মধ্যে নিজেকে শ্রেষ্টত্ব ও মযার্দাবান বলে দাবী করতেন। নূরে মোহাম্মদী (ﷺ) খাজা আব্দুল্লাহ (رضي الله عنه ) এর দুচোখের মধ্যখানে স্থায়ীত্ব লাভ করে। পরে মহান আল্লাহ পাকের নির্দেশ ক্রমে ঐ নূরে মোহাম্মদী (ﷺ) স্বীয় মাতা আমেনা (رضي الله عنه ) এর রেহেম শরীফে এসে স্থান লাভ করে।



ইমাম বায়হাক্বী (رضي الله عنه ) স্বীয় দালায়েলে মামার এর সুত্রে, তিনি যুহরী থেকে বর্ণনা করে বলেন: সাইয়্যিদিনা হযরত খাজা আব্দুল্লাহ (رضي الله عنه ) ছিলেন কুরাইশ বংশের অত্যন্ত সৌন্দর্য্যময় যুবক। একবার তিনি একদল মহিলা জামাতের পার্শ্ব দিয়ে অতিক্রম করেন। এমন সময় তন্মধ্যকার এক মহিলা বলে উঠল হে কুরাইশ মহিলাগণ! তোমাদের মধ্যকার যে কেউ এ কুরাইশ বংশীয় সুদর্শন যুবকটিকে বিবাহ করবে, সে অবশ্যই তাঁর দুচোখের মধ্যখানের নূর নাুীয় বিশাল নেয়ামত শিকার করার সৌভাগ্য অর্জন করবে।

_______________

আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)

মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন